পিরোজপুরে তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
পিরোজপুরে তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
বিশেষ প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন তার বাসভবনে এ শীতবস্ত্র বিতরণ করেন।
ভান্ডারিয়া উপজেলার নদমুলা, ধাওয়াসহ বিভিন্ন ইউনিয়নে ৩ হাজার কম্বল বিতরণ করা হয়। এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মনির হোসেন আকন, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ হাই হাওলাদার, যুগ্ম আহবায়ক শিকদার জাকির হোসেন বাচ্চু সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, আমরা আগে ইচ্ছা থাকলেও এ ধরনের সেবামূলক কার্যক্রম করতে পারি নাই। সৈরাচারি আওয়ামী লীগ আমাদের করতে দেয় নাই। এখন সুযোগ এসেছে আপনারা পাশে থাকলে আমরা এ ধরনের কাজ আরও করতে পারবো। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা পুরো উপজেলায় শীতবস্ত্র বিতরণ করছি। আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে ভান্ডারিয়া, কাউখালি, নেছারাবাদের উন্নয়ন আরও তরান্বিত হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স