ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা আলিয়ার সভাপতি ফাহিম সেক্রেটারি গালিব।
আপডেট সময় :
২০২৫-০১-১৭ ১৫:০৩:৪০
ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা আলিয়ার সভাপতি ফাহিম সেক্রেটারি গালিব।
ঢাকা আলিয়া প্রতিনিধি,
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি মাদরাসা ই আলিয়া ঢাকা শাখার সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয়।
১৬ই জানুয়ারি' ২৫ সরকারি মাদরাসা -ই- আলিয়ার ছাত্র মিলনায়তনে শাখা সভাপতি, মুহাম্মাদ কামরুল ইসলাম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, হাসানাত আবদুল্লাহ -এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মোঃ রশীদ আহমাদ রায়হান। সম্মেলনে শেষ উপমহাদেশের প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ সরকারী মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার ইসলামী ছাত্র আন্দোলনের ২০২৫ সেশনের কমিটি গঠন করা হয়।
ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি নির্বাচিত হন আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স ৪র্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী মোঃ আজিজুল হক ফাহিম এবং সেক্রেটারী নির্বাচিত হন একই বিভাগের প্রথম বর্ষের তরুণ মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহ আল গালিব।
ঢাকা আলিয়া ছাত্র আন্দোলনের সভাপতি, আজিজুল হক ফাহিম বলেন, ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠান লগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের সাথেই থাকবে।
তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন সব সময় ছিল সামনেও থাকবে ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স