ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট জেলায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ চলমান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০১-১৭ ১৪:৫৫:০০
সিলেট জেলায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ চলমান সিলেট জেলায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ চলমান




শহিদুল ইসলাম, সিলেট প্রতিবেদক।

২০২৫ সালে জানুয়ারি’র নতুন বছরের শুরু থেকে সামাজিক সংগঠন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মাস ব্যাপি শীতবস্ত্র বিতরণ হচ্ছে সিলেট মহানগরের পীর মহল্লাহ, মোগলাবাজার, দ্বীনপুর, জালালপুর, রাখালগঞ্জ, কটালপুর, ফেঞ্চুগঞ্জ, দাউদপুর, লালাবাজার ইউনিয়নের (১০০০) এক হাজার শীতার্ত গরীব অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (উন্নতমানের রাজাই, লেপ) বিতরণ চলছে।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতি বছরের ন্যায় ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে উক্ত বিতরণ করে আসছেন ট্রাষ্টের প্রধান পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী আব্দুল মজিদ লাল মিয়া ও চেয়ারপার্সন রাবেয়া তাহেরা মজিদ এর অর্থায়নে পরিচালিত হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মোঃ এনামুল কবির, ট্রাস্টের নির্বাহী সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, ব্যবসায়ী নিজাম উদ্দিন, সাংবাদিক এস এ শফি, সাংবাদিক শরীফ আহমদ, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম, শাহজাহান আহমদ, সাহেল আহমদ, ফয়সল আহমদ, আব্দুর রব, শিক্ষার্থী মিনহাজুল হক মিহাদ, রিদওয়ানুল হক রিয়াদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জয়তুন ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল মজিদ লাল মিয়া ও চেয়ারপার্সন রাবেয়া তাহেরা মজিদ এর অর্থায়নে সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় নানাবিধ জনহিতকর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ট্রাষ্টের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে চলিত শীত মৌসুমে সিলেটের বিভিন্ন এলাকায় শীত বস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২০০১ সাল থেকে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট অসংখ্য সামাজিক সেবামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে। আলহাজ্ব আব্দুল ম‌জিদ (লাল মিয়া) ও রাবেয়া তাহেরা মজিদ এর গঠিত জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট সবসময় গরীব, অসহায় মানুষের পাশে থাকবে ব‌লে আশা ব্যক্ত ক‌রেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ