ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-০১-১৭ ০০:৪১:০৩
ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মোতালেব বিশ্বাস লিখন, ইবি প্রতিনিধি:
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘নিউজপেপার অন কলাম রাইটিং: এ ফ্রেমওয়ার্ক ফর এলিভেটিং লার্নার্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সংগঠনটির প্রায় দেড় শতাধিক তরুণ লেখকদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খায়রুজ্জামান খান সানি’র সভাপতিত্বে এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো: আবদুল্লাহ আল মুনাইমের সঞ্চালনায় বেলা ১০ টায় ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের খাদ্য প্রকৌশল ও পুষ্টি বিজ্ঞান বিভাগের প্রভাষক, বিশিষ্ট কলামিস্ট মো. বিল্লাল হোসেন। কর্মশালায় ইমেইল বিষয়ক প্রাথমিক ধারণা প্রদান করেন শাখা সহ-সভাপতি রুহুল আমিন।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুখসানা খাতুন ইতি ও ইবি শাখার সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি খায়রুজ্জামান খান সানি বলেন, ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা প্রতিবারের মত এবারও ভিন্ন কিছুর আয়োজন করে চলেছে। আশা করি সহযোগী সদস্যদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। একইসাথে নতুন লেখকদের লেখনীর যাত্রা সুদীর্ঘ হবে বলে বিশ্বাস করি।’
প্রসঙ্গত, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা তরুণদের মাঝে লেখালেখির আগ্রহ জাগ্রত করে। এছাড়া বিভিন্ন সময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করে। লেখালেখির পাশাপাশি সংগঠনটি সমাজ বিনির্মাণে ও সংস্কারে কাজ করে আসছে। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ১৯ টি শাখার মধ্যে পরপর ৫ম বারের 'বর্ষসেরা' শাখা নির্বাচিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স