ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বদলগাছীতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০১-১৭ ০০:৩৬:৪৫
বদলগাছীতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত বদলগাছীতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত


মোঃ সারোয়ার হোসেন অপু 
বদলগাছী উপজেলা প্রতিনিধি, নওগাঁ। 


বদলগাছীতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 

জানা যায়, ১৬ জানুয়ারি ২৫ বিকেল ৩ ঘটিকায় উপজেলার হাটখোলা বাজারে অবস্থিত প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে দুস্থ ও এতিম এবং প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। সংস্থাটি এবারের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে ১৮ তম শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করেছে। এ বছর সংস্থাটি ৪০ জন দুস্থ, এতিম ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে।

উক্ত অনুষ্ঠানে সংস্থাটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বাবুর সঞ্চলনায় উপস্থিত ছিলেন, বদলগাছী হাট ইজারাদার আশেক বিন জনি,মোঃ আফজাল হোসেন, শ্রী সুবল চন্দ্র মন্ডল ও বদলগাছী মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু।


সংস্থাটি নিমোক্ত কাজ সম্পাদন করে থাকেঃ
হতদরিদ্র প্রতিবন্ধি মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে খাতা, কলম, বই, ভুলড্রেস, স্কুল ব্যাগ ইত্যাদি বিতরণ। সমাজের অসহায় প্রতিবন্ধিদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরন। সমাজের অসহায় কালার, কিডনি, সিরোসিস, হৃদরোগ, প্যারালাইজড এই সব ব্যক্তিদের সমাজসেবা অফিসের মাধ্যমে যোগাযোগ করে আর্থিক সাহায্য প্রদান করা। প্রতি বছর অসহায় প্রতিবন্ধি, হত দরিদ্র ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ইফতার ও দোয়া মাহাফিল আয়োজন করা। অসহায় প্রতিবন্ধিদের বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা প্রদান করা। ভিক্ষুকদের তালিকা করা। প্রতিদিন বেলা ১টা থেকে ২টা পর্যন্ত প্রতিবন্ধী অসহায় ব্যক্তিদের খাবারের ব্যবস্থা।  প্রতিবন্ধি ছাত্র/ছাত্রীদের আর্থিকভাবে সহায়তা করা। দুস্থ মহিলা ও প্রতিবন্ধি মহিলাদের সেলাই প্রশিক্ষণ।  

আজ শীতবস্ত্র বিতরণ শেষে সংস্থাটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বাবু জানান, ২০০৮ সাল থেকে আমরা এই প্রতিষ্ঠাটি পরিচালনা করে আসছি। সমাজের অবহেলিত দুস্থ, এতিম এবং প্রতিবন্ধীদের মাঝে তাদের প্রাপ্য অধিকার পেয়ে দেওয়াটাই আমাদের প্রতিষ্ঠানের মূল্য লক্ষ্য। এর পাশাপাশি আমরা ২০১৪ ইং সালে "বদলগাছী প্রতিবন্ধী বিদ্যালয়” স্থাপন করি। (পুরাতন ব্রীজ সংলগ্নে), বদলগাছী, নওগাঁ। গণশিক্ষা কার্যক্রম চালু করেছি।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ