ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কটিয়াদীতে সড়কে টোল আদায় বন্ধের দাবিতে ইউএনও অফিস ঘেরাও


আপডেট সময় : ২০২৫-০১-১৬ ২৩:৪৯:২৫
কটিয়াদীতে সড়কে টোল আদায় বন্ধের দাবিতে ইউএনও অফিস ঘেরাও কটিয়াদীতে সড়কে টোল আদায় বন্ধের দাবিতে ইউএনও অফিস ঘেরাও



এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কটিয়াদী পৌর সদরের সড়কে টোল আদায় বন্ধের দাবিতে ব্যাটারিচালিত অটোরিকশাচালক- মালিকগণ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। বুধবার সকাল থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালকগণ যাত্রীবহন না করে ধর্মঘট করেন। দুপুরে অটোরিকশা নিয়ে ইউএনও অফিস ঘেরাও করে টোল আদায় বন্ধের দাবি জানান।

জানা যায়, গত বছরে জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট সরকার ক্ষমতাচ্যুত হলে সড়কে চাঁদাবাজি/টোল আদায় বন্ধ করা হয়। কিন্তু গত ১ ডিসেম্বর কটিয়াদীর সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এক সনের (২০২৫খ্রি.) জন্য দরপত্র আহবান করে। ১৮ ডিসেম্বর দরদাতাকে এক সনের জন্য পৌর বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ড থেকে টোল আদায়ের জন্য ইজারা প্রদান করা হয়। ইজারাদার ১ জানুয়ারি থেকে নিয়মিত সড়কে টোল আদায় শুরু করেন। টোল আদায়কারীগণ টোলের জন্য অটোচালকদের সাথে অসদাচারণ করে। এ নিয়ে অটোচালকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

এর প্রতিবাদে এলাকার ৬/৭ শত অটোচালক তাদের ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও করেন। ইতিপূর্বে ইজারা স্থগিতের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। তাদের আবেদনের সাথে সংহতি জানায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্র-জনতা।

ব্যাটারি চালিত অটোরিকশা চালক কাইয়ুম, রহিম, জামান, সাদেক, খোকন, রিফাত ও সায়েম বলেন, আমরা টোল আদায় বন্ধের দাবিতে ধর্মঘট শেষে ইউএনও অফিস ঘেরাও করি।

ইউএনও আমাদেরকে জানায়, এক সনের জন্য ইজারা দেয়া হয়েছে। ইজারার টাকায় উন্নয়নম‚লক কাজ করা হবে। তাছাড়া নতুন সরকার না আসা পর্যন্ত টোল বন্ধ করা যাবে না। আমরা গরিব খেটে খাওয়া মানুষ, সারাদিনে সামান্য আয় করতে পারি। টোল আদায়কারীগণ চালকদের সাথে অসদাচারণ করে টোল আদায় করে। নিত্য প্রয়োজনীয় পণ্যের আকাশ ছোঁয়া দাম। সংসার চালাতে হিমসিম খেতে হয়। তাই টোল বন্ধের দাবি জানাই। উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম বলেন, টোল আদায় সরকারি বিধি মোতাবেক হচ্ছে।

এ বিষয়টি অটোচালকগণ জানতেন না। বিষয়টি তাদেরকে বুঝিয়ে বলা হয়েছে। আদায়কারীগণ যেন চালকদের সাথে টোল আদায় করতে গিয়ে অসদাচারণ না করে এ ব্যাপারে টোল আদায়কারীদের সহনশীল হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। অটো চালকদের সাথে কথা বলার সময় ওসি মো. তরিকুল ইসলাম, উপজেলায় দায়িত্বরত সেনা বাহিনীর ক্যাপ্টেন নাদিল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতের আমির মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল উপস্থিত ছিলেন।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ