যুবককে অপহরণ করে পিটিয়ে হত্যাকান্ডে জড়িত পলাতক আসামি জাহিদ শেখ ও আলতাব মাতব্বরকে গ্রেফতার করেছে র্যাব।
যুবককে অপহরণ করে পিটিয়ে হত্যাকান্ডে জড়িত পলাতক আসামি জাহিদ শেখ ও আলতাব মাতব্বরকে গ্রেফতার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর জেলার কোতয়ালী এলাকায় ওবায়দুর খান (৩০) নামক এক যুবককে অপহরণ করতঃ নৃশংস ভাবে পিটিয়ে হত্যাকান্ডে জড়িত পলাতক আসামি জাহিদ শেখ ও আলতাব মাতব্বর’কে রাজধানীর মিরপুর এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০। গত ১০ জানুয়ারি ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৫:৪০ ঘটিকায় পূর্ব শত্রুতার জের ধরে পরস্পর যোগসাজসে পূর্বপরিকল্পিতভাবে আসামী জাহিদ শেখ ও আলতাব মাতব্বরসহ বেশ কয়েকজন মিলে ভিকটিম মোঃ ওবায়দুর খান (৩০)’কে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মৃগী পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকা হতে জোড়পূর্বক প্রাইভেটকারে করে অপহরণ করে নিয়ে যায়।
অতঃপর উল্লেখিত আসামীরা তাদের কাছে থাকা হকিস্টীক, লোহার রড, ইট ইত্যাদি দিয়ে বেধড়ক মারধর করে ওবায়দুরের হাত, পা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও হাড়ভাঙ্গা জখম করে মারধরের একপর্যায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভিকটিম ওবায়দুরের দুটি চোখের দৃষ্টি শক্তি নষ্ট করে ফেলে এতে ভিকটিম অজ্ঞান হয়ে পড়লে আসামীরা তাকে মৃত ভেবে কোতয়ালী থানাধীন কানাইপুর স্ট্যান্ডে ফেলে রেখে চলে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিম ওবায়দুরকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক ওবায়দুরকে উক্ত হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসা প্রদান করে। অতঃপর ওবায়দুরের অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে ওবায়দুরকে রেফার্ডকৃত হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় পৌঁছামাত্র ঐদিন সন্ধ্যা আনুমানিক ১৮:৪৫ ঘটিকায় ভিকটিম ওবায়দুর মৃত্যুবরণ করেন।
উক্ত ঘটনায় মৃত ওবায়দুরের মাতা রেখা বেগম (৪৮) বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় ভিকটিম ওবায়দুরকে নৃশংসভাবে পিটিয়ে চোখের দৃষ্টি শক্তি নষ্ট করে চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত আসামি জাহিদ শেখ ও আলতাব মাতব্বরসহ ১৫ জন এবং অজ্ঞাতনামা আরো ১০-১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২১, তাং-১২/০১/২০২৫ খ্রিঃ, ধারা-৩৬৪/৩০২/৩৪ দন্ড বিধি। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে হত্যাকান্ডে জড়িত আসামিরা আত্মগোপনে চলে যায়। ইতোমধ্যে উক্ত হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উক্ত হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি জাহিদ শেখ ও আলতাব মাতব্বর’কে গ্রেফতারের লক্ষ্যে অধিনায়ক র্যাব-১০ বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচন পত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল চাঞ্চল্যকর ওবায়দুর খান হত্যাকান্ডে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ০০:৩৫ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার মিরপুর থানাধীন শিয়ালবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত ওবায়দুরকে নৃশংসভাবে হত্যাকান্ডে জড়িত এজাহারনামীয় পলাতক আসামি ১। জাহিদ শেখ (৪০), পিতা-মৃত সোনামদ্দীন শেখ, সাং-লক্ষীপুর ও ২। আলতাব মাতব্বর (৫০), পিতা-মৃত হানিফ মাতব্বর, উভয় থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স