বর্ষীয়ান নেতা বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ আব্দুল কাফির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
বর্ষীয়ান নেতা বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ আব্দুল কাফির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
মোঃ অপু খান চৌধুরী।।
অবিভক্ত বুড়িচং এবং ব্রাক্ষণপাড়া উপজেলার আওয়ামীলীগের সাবেক সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ আব্দুল কাফির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। ১৬ জানুয়ারী রাত ১ টায় তিনি ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া.... রাজিউন)। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ছৈয়দ বাড়ির বাসিন্দা ছিলেন।
ছৈয়দ আব্দুল কাফি একসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর ছিলেন। এ ছাড়া বর্ষীয়ান এ জননেতা চান্দলা ইউনিয়নের তিন বারের চেয়ারম্যান ছিলেন।
মরহুমের জানাজার নামাজ বাদ আছর চান্দলা কে বি স্কুল এন্ড কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা সম্পন্ন করে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ জানাজায় উপস্থিত ছিলেন, কুমিল্লা বারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়া, এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, সাবেক ইউপি চেয়ারম্যন মোস্তফা ছারোয়ার খান, হাজী জসিম উদ্দিন, মনির হোসেন চৌধুরী, এডভোকেট রেজাউল করিম, ডাঃ আতাউর রহমান জসিম, ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, বিল্লাহ হোসেন সরকার, কুমিল্লা বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, বি আর ডিবি চেয়ারম্যান আক্তার হোসেন, প্রিন্সিপাল নজরুল ইসলাম, চান্দলা ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, এডভোকেট ছিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান, আলহাজ্ব আবু তাহের কলেজ অধ্যক্ষ কাইয়ুম সরকার, মাওলানা মিজানুর রহমান আতিকী, অধ্যক্ষ আমিরুল ইসলাম, শাহ আলম ঠিকাদার, মহিরুল হক ঠিকাদারসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ।
জানাজার নামাজ শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম ছৈয়দ আব্দুল কাফি ২ ছেলে ৫ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স