ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রিপনকে হত্যা মামলার আসামি মেহেদী হাসান বাবুকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০১-১৬ ২২:৩৬:১৩
রিপনকে হত্যা মামলার আসামি মেহেদী হাসান বাবুকে গ্রেফতার করেছে র‌্যাব। রিপনকে হত্যা মামলার আসামি মেহেদী হাসান বাবুকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর জেলার কোতয়ালী এলাকায় চাঞ্চল্যকর রিপন মোল্ল্যা (৪৪)’কে হত্যা মামলার প্রধান আসামি মেহেদী হাসান বাবু (৪০)’কে রাজধানীর পল্লবী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব। গত ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকাল আনুমানিক ১৭:০০ ঘটিকায় পূর্বশত্রæতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে আসামি মেহেদী হাসান বাবুসহ অপরাপর ৪/৫ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র (এ্যাঙ্গেল, লোহার রড ও লাঠি সোটা ইত্যাদি) নিয়ে ভিকটিম রিপন মোল্ল্যা (৪৪), পিতা-হারুন অর রশীদ, সাং-রঘুনন্দপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরের উপর অতর্কিত আক্রমন করে।

অতঃপর আক্রমনকারীরা তাদের হাতে থাকা উল্লেখিত দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে ভিকটিম রিপনের মাথারয়, বুকের পাজড়ে এবং শরীরের বিভিন্ন স্থানে লীলাফুলা ও রক্তাক্ত জখম করে। মারধরের একপর্যায় ভিকটিম রিপনের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামী মেহেদী হাসান বাবু ও তার অন্যান্য সহযোগীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ভিকটিম রিপনকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম রিপনকে মৃত ঘোষনা করেন।


উক্ত ঘটনায় মৃত রিপন মোল্ল্যার স্ত্রী সুরভী আক্তার (৩৫) বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় রিপন মোল্ল্যাকে হত্যাকান্ডে সরাসরি জড়িত প্রধান আসামী মেহেদী হাসান বাবু (৪০)সহ ০২ জন এবং অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৬৩, তাং-২৯/১২/ ২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দন্ড বিধি। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে আসামী মেহেদী হাসান বাবুসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।

পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা চাঞ্চল্যকর রিপন মোল্ল্যা হত্যাকান্ডের মাস্টারমাইন্ড এজাহার নামীয় পলাতক প্রধান আসামী মেহেদী হাসান বাবুকে গ্রেফতারের লক্ষ্যে অধিনায়ক র‌্যাব-১০ বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচন পত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৪:১০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তা এবং র‌্যাব-০৪ এর সহযোগীতায় রাজধানী ঢাকার পল্লবী থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন এলাকায় পূর্বশত্রুতার জের ধরে চাঞ্চল্যকর রিপন মোল্ল্যা হত্যাকান্ডের মূলপরিকল্পনাকারী পলাতক প্রধান আসামী মো: মেহেদী হাসান বাবু (৪০), পিতা-মৃত আফসার উদ্দিন মোল্যা, সাং-গোয়ালচামট, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ