ঢাকা , শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ , ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে নিখোঁজের পর শিশুর চাঞ্চল্যকর হত্যা

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-০১-১৬ ২২:২৩:৫২
বরিশালে নিখোঁজের পর শিশুর চাঞ্চল্যকর হত্যা বরিশালে নিখোঁজের পর শিশুর চাঞ্চল্যকর হত্যা




বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মধ্য হোসনাবাদ গ্রামের মোঃ ইমরান শিকদারের পুত্র ছাপোয়ান শিকদার- ৬ গতকাল বুধবার ১৫ জানুয়ারি দুপুরে অদৃশ্য কারনে নিখোঁজ হন। নিখোঁজ শিশুর খোঁজে মরিয়া উঠছিলেন তার পরিবারের লোকজন। 

নিখোঁজ শিশু ছাপোয়ান তার আত্বিয় স্বজন পারা প্রতিবেশির দ্বারেদ্বারে খুঁজে অক্লান্তর এক পর্যায় নিজ গ্রামের সন্নিকটে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে  জঙ্গলে খুঁজে পায় নিস্পাপ শিশু ছাপোয়ানের শীতল মরদেহ। এই শিশুর চাঞ্চল্যকর  হত্যাকান্ডে ভয়াবহতায় স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস যেন ভারি হয়ে উঠে। 

স্হানীয় কেউ কেউ জানিয়েছেন, শিশু ছাপোয়ানের দাদা স্বাস্হ্য ডিপার্টমেন্টে চাকুরি থেকে সম্প্রতি অবসরে আসছেন, তারি ধারাবাহিকতায় ওই গ্রামের লোকমানের পুত্র নোমান ২৪ ও একই গ্রামের মুজাম্মেল হক মেম্বার শিশু ছবিরকে আটকে রেখে মুক্তিপন দাবি করছিল ছবিরের পরিবারের লোকজনের কাছে তাদের চাহিদা মত মুক্তিপন না পাওয়ায় অবুঝ শিশু ছাপোয়ানকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। 

অপরদিকে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোঃ আজাদ হোসেন বলেন, পারিবারিক পূর্ব সত্রুতার জের ধরে এই হত্যা কান্ড হয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে এবং সুরাতাল শেষে ময়না তদন্তে ছবিরের মরদেহ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরনের কথাও জানান পুলিশ কর্মকর্তা এস আই মোঃ আজাদ হোসেন।

এ ঘটনায় নোমান ও মুজাম্মেল হক মেম্বারকে আটক করেছে পুলিশ এমনটাই স্হানীয় একাধিক সুত্র জানিয়েছেন।

ওই এলাকার মানুষের একটাই দাবি নিশ্পাপ শিশু ছাপোয়ান হত্যা কান্ডের সাথে জড়িত বাকি আসামীদের অতিদ্রুত গ্রেফতার পূর্বক হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করে অপরাধীদের  দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে প্রশাসনের সর্ব মহলে সু- দৃষ্টি কামনা করছেন তারা।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ