বুড়িচং বিজয়পাড়া জামে মসজিদের ২০তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-০১-১৬ ১৮:১৯:৩১
বুড়িচং বিজয়পাড়া জামে মসজিদের ২০তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।
১৫ জানুয়ারি বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের বিজয়পাড়া জামে মসজিদের উদ্যোগে ২০তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মোঃ আবুল হাসেম মাস্টারের সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান বক্তা ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর হযরত মাওলানা মোশতাক ফয়েজী।
বিশেষ বক্তা ছিলেন, ক্যান্টনমেন্ট বোর্ড মসজিদের খতিব মাওলানা হাফেজ গোলাম রাব্বানী, কলরব শিল্পীগোষ্ঠীর সদস্য হাফেজ ক্বারী রিয়াদুল ইসলাম ছিদ্দিকী, শ্রীপুর ইসলামীয়া ফাযিল মাদ্রসার সাবেক আরবী প্রভাষক মাওলানা মোঃ আকরামুল হক, বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোঃ ফারুক হোসাইন, বিজয়পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ জাকারিয়া খান, জগতপুর এ.ডি.এইচ ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মোঃ শরিফুল্লাহ খান, কুমিল্লা রওজাতুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা সাব্বির বিন জসিম।
শাহ মোঃ মোকবুল হোসেনের সঞ্চালনায় মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুডিচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল আলম, রোটারী ক্লাব অব কুমিল্লা ক্যান্টম্যান্টের প্রেসিডেন্ট ও প্রথম শ্রেণীর ঠিকাদার সোহেল আহমদ,ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি মোঃ আমির হোসেন বাদল।
আমন্ত্রিত অতিথি ছিলেন, আলহাজ্ব মোঃ আবদুল লতিফ মাস্টার, আলহাজ্ব মোঃ তফাজ্জল হোসেন মাস্টার, মোঃ আবু তাহের সর্দার প্রমুখ
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স