ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা উদ্বোধন


আপডেট সময় : ২০২৫-০১-১৬ ১৮:১৫:১৪
তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা উদ্বোধন তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালার উদ্বোধন করছেন ইউএনও।

 
মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক সাত দিনব্যাপী কর্মশালার উদ্বোধন হয়েছে।
 
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, খানসামা সাংবাদিক ফোরামের আহবায়ক মাসুদ রানা, খানসামা প্রেসক্লাবের সহ-সভাপতি তফিজ উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রকি, দপ্তর ও অর্থ সম্পাদক জে. আর জামান, সমাজকর্মী নাইম ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, প্রশিক্ষণার্থীগণ।
 




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ