কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে তবকপুর ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে শিক্ষা উপকরনের দুই লাখ টাকা আত্মসাথের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তবকপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এনামুল হক মানিক উপজেলা নির্বাহী কমকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন সহযোগিতায় ২০২২-২৩ অর্থ বছরে শিক্ষা উপকরন সরবরাহ করার জন্য দুই লাখ টাকার স্কিম নেয়া হয়। এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় তবকপুর ইউনিয়ন পরিষদের সোনালী ব্যাংক হিসাব নাম্বার ৫২১৭৫০২০০১০১৫ এর অনুকূলে সাদুল্যা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাগ ক্রয়ের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। উক্ত ব্যাংক হিসাব নম্বরটি ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান ও ইউপি সচিব রিয়াজুল ইসলাম যৌথ ভাবে পরিচালনা করে আসছেন।
এদিকে প্রকল্পের মেয়াদ গত অর্থ বছরে শেষ হয়ে গেলেও উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত স্কুল ব্যাগ বা সমপরিমান শিক্ষা উপকরন দেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। শিশু শিক্ষার্থীদের স্কুল ব্যাগ না পাওয়ার বিষয়টি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিদা বেগম নিশ্চিত করেছেন।
তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, ব্যস্ততার কারনে সঠিক সময়ে ওই বিদ্যালয়ে ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত অর্থের ব্যাগ বিতরন করা হয়নি। তবে বরাদ্দকৃত টাকা এখনো ব্যাংকে রয়েছে বলে তিনি স্বীকার করেন। তিনি দাবী করেন, দ্রুতই বরাদ্দকৃত টাকার ব্যাগ ওই স্কুলে সরবরাহ করা হবে।
উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোগদার বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মাহমুদুর রহমান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে ঘটনার সত্যতা পেলে যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।