মোস্তফা মিয়া, পীরগঞ্জ রংপুর :
রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মোঃ হাফিজুর রহমান সেলিমকে অব্যাহতি দিয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।
বুধবার রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এক অফিস আদেশের মাধ্যমে ওই নির্দেশ দেন।
জানা গেছে, উপজেলার বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মো. হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি করে আসছেন। এমন অভিযোগ তুলে স্থানীয় সাধারন জনগন গত বছরের ২৪ নভেম্বর ওই চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদে অবরুদ্ধ করেন। পরে সেদিনই পরিষদের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে চেয়ারম্যানকে বের করে দেয়।
এদিকে ওই চেয়ারম্যান পরিষদে ৫০ দিন অনুপস্থিত এবং জনসেবা ভোগান্তি হওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম রংপুরের জেলা প্রশাসক কে ১৪ জানুয়ারি অবগত করেন। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের স্মারকে জেলা প্রশাসক পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দর রাজ্জাককে ইউনিয়নটির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদানের ওই আদেশ দেন।
দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, আমার উপর অর্পিত সরকারি দায়িত্ব পালনের যথাসাধ্য চেষ্টা করবো।