মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত জামায়াত কর্মীর জানাজা ও দাফন সম্পন্ন
আপডেট সময় :
২০২৫-০১-১৫ ২৩:২১:০৩
মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত জামায়াত কর্মীর জানাজা ও দাফন সম্পন্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত জামায়াত কর্মী খোকন মোল্লার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকালের দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া-মেটন হাইস্কুল মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দলমত নির্বিশেষে অসংখ্য জনতা অংশগ্রহণ করেন।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর অঞ্চল পরিচালক অধ্যক্ষ খন্দকার একে এম আলী মুহসীন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দ্দার, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা নায়েবে আমির আব্দুল গফুর, মিরপুর উপজেলা আমীর মাওলানা রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। জানাজায় পরিবারের পক্ষ থেকে শহীদ খোকন মোল্লার পিতা ও বড় ভাই বক্তব্য রাখেন।
জানাজায় ইমামতি করেন কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম।
উল্লেখ্য যে, গত রবিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়া মেটন মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় নিহত খোকন মোল্লাসহ আরও ৩৫ জনের আহত হওয়ার খবর পাওয়া যায়। চিকিৎসাধীন অবস্থায় আহত খোকন মোল্লার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মৃত্যুবরণ করেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স