ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় শিশুর গলায় দা ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি


আপডেট সময় : ২০২৫-০১-১৫ ১৯:৪২:৫৫
ভালুকায় শিশুর গলায় দা ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ভালুকায় শিশুর গলায় দা ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

 

 

ওমর ফারুক তালুকদার,ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে শিশু বাচ্চার গলায় 'দা' ঠেকিয়ে ফাজিল মাদ্রাসার এক প্রভাষকের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত-রাতে উপজেলার চাপরবাড়ী গ্রামে সামছুদ্দিন মাস্টার এর ছেলে প্রভাষক মোজাহিদুর রহমান সুহেলের বাড়ীতে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ওই এলাকায় জনমনে আতংক ছড়িয়ে পড়ছে। 

ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে একদল ডাকাত। পরে বাড়ির মালিককে বেঁধে ও বাড়ীর অন্য সবাইকে এক ঘরে জিম্মি করে এবং সায়েরা নামে এক শিশু বাচ্চার গলায় 'দা' ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ন অলংকার সহ প্রায় পনের লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে খবর পেয়ে সকালে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 
 

বাড়ীর মালিক সুহেল জানান, গত রাতে একদল ডাকাত জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আমার হাত-মূখ চোখ বেধে ফেলে এবং পরিবারে অন্য সবাইকে জিম্মি করে এবং শিশু বাচ্চার গলায় দা ঠেকিয়ে ১০ থেকে ১৫ জনের সশস্ত্র ডাকাত দল প্রায় ঘন্টাখানেক ঘরের সর্বত্র খুঁজে খুঁজে পাঁচটি এন্ড্রয়েড ফোন স্বর্ণালংকার সহ সব টাকা পয়সা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এবং এ ঘটনায় থানা পুলিশের কাছে মামলা মোকদ্দমা না করতে হুমকি প্রদান করে নিরাপদে চলে যান ডাকাত দল। 
 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ