বোয়ালখালীর বুড়া মসজিদের মিলল ৫ লাখ টাকা
বোয়ালখালীর বুড়া মসজিদের মিলল ৫ লাখ টাকা
এম মনির চৌধুরী রানা বোয়ালখালী
চট্টগ্রামে বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৫ লাখ টাকা। আজ বুধবার (১৫ জানুয়ারি ) দিনভর মসজিদের দানবাক্সের এ টাকা গণনা শেষে মসজিদের ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মসজিদের মোতোওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী, মসজিদের ইমাম মাওলানা আব্দুল মোত্তালিব, সহকারী ইমাম মাওলানা সোহাইল আজাদ, মুয়াজ্জিন মাওলানা এয়াকুব আলী, সাবেক ইউপি সদস্য মো. হাসান চৌধুরী, ব্যাংকার মো. সরওয়ার, আশরাফ হোসেন, মো. হোছাইন, আনোয়ার হোসাইন, মো. ইব্রাহীম চৌধুরী, মুহাম্মদ আছফিকুল আলম, থানার এএসআই মো. জামান, পুলিশ সদস্য মো. নায়েম, মো. লোকমানসহ এলাকার মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোতোওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী বলেন, প্রতি তিন মাস পরপর এলাকার মুসল্লী, গণমান্য ব্যক্তি ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে মসজিদের দানবাক্স খোলা হয় এবং গণনা শেষে তা ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স