ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০১-১৫ ১৮:৩০:১৪
কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

 
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালী থানা পুলিশের আয়োজনে ১৫ জানুয়ারি বুধবার বেলা সাড়ে এগারোটায় থানা প্রাঙ্গণে শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে  ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান লিকসন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদার, উপজেলা বিএনপি'র সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক, কাউখালী এস বি সরকারী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, সদস্য সচিব শরিফুল আজম সোহেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, বিএনপি নেতা মনির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আরাফাতুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, এসআই দীপক বালা। 

অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসীরা কোন দলের না। মাদকের ব্যাপারে কোন তদবির চলবে না। আপনারা গোপনে তথ্য দেবেন, আপনাদের নাম প্রকাশ করা হবে না। পুলিশের অন্যতম কাজ হল অপরাধীদের ধরা। পুলিশ জনগণের সাথে ভালো সম্পর্ক রাখবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করছে পুলিশ।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ