ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০১-১৫ ০০:১০:৫৬
ব্রাহ্মণপাড়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন ব্রাহ্মণপাড়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন




মোঃ অপু খান চৌধুরী।।

"জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ জানুয়ারী (মঙ্গলবার) ২ দিন ব্যাপী (১৪ ও ১৫ জানুয়ারী) কেক কেটে মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম।


মেলাটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে মোশাররফ হোসেন খান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন আয়োজন করেন। মেলায় বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ১৪ টি এবং অন্যান্য আরো ৪টিসহ মোট ১৮ টি ষ্ট্রলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

মেলায় বর্তমান সামাজিক উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন মডেল তুলে ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ সময় ষ্ট্রল গুলো পরিদর্শন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সামিউল ইসলাম, দেবিদ্বার সার্কেল এএসপি শাহীন, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন, অধ্যক্ষ আলতাফ হোসেন, শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল করিম, কৃষি অফিসার মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী আব্দুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজম। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ মেলায় উপস্থিত ছিলেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ