ইবিতে আটকৃত ছাত্রলীগ সহসভাপতিকে আদালতে প্রেরণ
আপডেট সময় :
২০২৫-০১-১৪ ১৯:৫৯:২১
ইবিতে আটকৃত ছাত্রলীগ সহসভাপতিকে আদালতে প্রেরণ
মোতালেব বিশ্বাস লিখন, ইবি
পরীক্ষা দিতে এসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের আটকৃত এক সহসভাপতিকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৮, ১০ ও ১২ ধারায় মামলা করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পক্ষে বাদী হয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ মামলা করেন। মামুন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী।
এজাহারে বলা হয়, মামুন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য হওয়ায় এবং তার সংগঠনের অজ্ঞাতনামা অন্যান্য সদস্যদের প্ররোচনায় পরীক্ষায় অংশগ্রহণ করতে নিষেধ করা সত্বেও পরীক্ষা দিতে এসে বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে অশান্ত করার চেষ্টা করে।
আসামীর কর্মকান্ডের বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করে থানায় হাজির হয়ে এজাহার দায়ের করতে বিলম্ব হলো। তাই আইনগত ব্যবস্থা গ্রহনে আপনার সদয় মর্জি হয়।
এর আগে গতকাল সোমবার মামুন পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। পরে দুপুরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভাগের শিক্ষক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে মামুনকে থানায় সোপর্দ করেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স