ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রায়গঞ্জের বিভিন্ন এলাকায় লাইটের আলোয় জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা


আপডেট সময় : ২০২৫-০১-১৪ ১৮:০৭:৫৮
রায়গঞ্জের বিভিন্ন এলাকায় লাইটের আলোয় জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা রায়গঞ্জের বিভিন্ন এলাকায় লাইটের আলোয় জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা


 
 
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
 
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার পাড়া-মহল্লায় পৌষ-মাঘের শীতে লাইটের আলোয় জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা। এক সময় শহরের ছেলে-মেয়েদের কাছে বেশ জনপ্রিয় হলেও কালের পরিবর্তনে তা আজ গ্রাম-গঞ্জেও ছড়িয়ে পড়েছে। গতকাল রাত্রীতে কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, লাইটের আলোয় চলছে ব্যাডমিন্টন খেলা।

উপজেলার কয়েকজন ব্যাডমিন্টন খেলোয়ারের সাথে কথা হলে তারা জানান, শীত মৌসুম এলেই শহরের ছেলে-মেয়েদের মতো এখন উপজেলার পাড়া-মহল্লায় লাইটের আলোয় চলে ব্যাডমিন্টন খেলা। আর রাত্রীতে খেললে শরীর বেশ গরম থাকে। উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের কয়েকজন ব্যাডমিন্টন খেলোয়াড়ের সাথে কথা হলে তারা জানান, এ খেলার উপযুক্ত সময় এখুনি। তাছাড়া শীতকালে রাত্রীতে ব্যাডমিন্টন খেলার মজাই আলাা। শুধু মোবাইল ফোন নিয়ে ব্যস্ত না থেকে পড়ালেখার পাশাপাশি ব্যাডমিন্টন খেলাকে গুরুত্ব দেওয়ারও পরামর্শ দেন তারা। এদিকে শীতকালে খেলার সামগ্রী সহ প্রয়োজনীয় সহযোগিতার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দৃস্টি আকর্ষণ করেছেন উপজেলার বেশ কয়েকজন খেলোয়াড়েরা।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ