ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজুল চৌকিদারকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে হত্যাকান্ডে সরাসরি জড়িত পলাতক আসামী শাইদুল আকনকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০১-১৪ ১৬:৫৯:৫৯
সিরাজুল চৌকিদারকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে হত্যাকান্ডে সরাসরি জড়িত পলাতক আসামী শাইদুল আকনকে গ্রেফতার করেছে র‌্যাব। সিরাজুল চৌকিদারকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে হত্যাকান্ডে সরাসরি জড়িত পলাতক আসামী শাইদুল আকনকে গ্রেফতার করেছে র‌্যাব।


নিজস্ব প্রতিবেদক

মাদারীপুর জেলার কালকিনি এলাকায় সিরাজুল চৌকিদারকে নৃশংস ভাবে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে চাঞ্চল্যকর হত্যাকান্ডে সরাসরি জড়িত পলাতক আসামী শাইদুল আকন (৩৯)’কে রাজধানীর লালবাগ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গত ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ০৬:৩০ ঘটিকায় গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে আসামী শাইদুল আকন (৩৯) সহ শতাধিক ব্যক্তি মিলে ধারালো অস্ত্র (রামদা, ছেনদা, চাইনিজ কুড়াল, লোহার রড, সরকি, টেটা, চাপাতি ও হাত বোমা ইত্যাদি) নিয়ে ভিকটিম সিরাজুল চৌকিদারের উপর অতর্কিত আক্রমন করে। অতঃপর আক্রমনকারীরা তাদের হাতে থাকা উল্লেখিত ধারালো অস্ত্র দিয়ে এলো পাথাড়ি ভাবে কুপিয়ে সিরাজুলের হাত, পা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত হাড়কাটা জখম করে এবং সিরাজুলের হাতের কব্জি বিচ্ছিন্ন করে বিচ্ছিন্ন হাত নিয়ে আসামিরা উল্লাস করতে থাকে।

একপর্যায়ে ভিকটিম সিরাজুলের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামি শাইদুল ও তার অন্যান্য সহযোগীরা তাদের হাতে থাকা একাধিক হাত বোমার বিস্ফোরন ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে সিরাজুলের আত্মীয়স্বজন স্থানীয় লোকজনদের সহযোগীয়তায় সিরাজুলকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে ভিকটিম সিরাজুল মৃত্যুবরণ করেন।


উক্ত ঘটনায় মৃত সিরাজুল চৌকিদারের পিতা আঃ রশিদ চৌকিদার (৫৫) বাদী হয়ে মাদারীপুর জেলার কালকিনি থানায় সিরাজুল চৌকিদারকে নৃশংসভাবে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে চাঞ্চল্যকর হত্যাকান্ডে সরাসরি জড়িত আসামি শাইদুল আকন (৩৯)সহ ৩৪ জন এবং অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-১০, তাং-৩০/১২/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ দন্ড বিধি।

ইতোমধ্যে উক্ত হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া গুরুত্বের সাথে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উক্ত হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী শাইদুল আকন’কে গ্রেফতারের লক্ষ্যে অধিনায়ক র‌্যাব-১০ বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচন পত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল চাঞ্চল্যকর সিরাজুল চোকিদার হত্যাকান্ডে জড়িত পলাতক আসামী শাইদুলকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।


এরই ধারাবাহিকতায় গতকাল ১৩ জানুয়ারি ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৪:১০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার লালবাগ থানাধীন শহীদনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত মাদারীপুর জেলার কালকিনি থানাধীন এলাকায় গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে চাঞ্চল্যকর সিরাজুল চৌকিদার হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত পলাতক আসামী শাইদুল আকন (৩৯), পিতা-ছিড়– আকন, সাং-খুনেরচর, থানা-কালকিনি, জেলা-মাদারীপুর’কে গ্রেফতার করে। সে মামলা রুজুর পর হতে রাজধানীর লালবাগসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।






 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ