ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজাপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন


আপডেট সময় : ২০২৫-০১-১৪ ১৬:৫০:৩৬
রাজাপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন রাজাপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

 

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে "জ্ঞান-বিজ্ঞানের করবো জয়, সেরা হবে বিশ্বময়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে  ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৯ম বিজ্ঞান অলিম্পিক, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুর ১১টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনর (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব, উপজেলা মৎস্য অফিসার গৌতম মন্ডল, উপজেলা কৃষি অফিসার মোসাঃ শাহিদা শারমিন আফরোজ, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তারা।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ