জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী হামিমের পাশে আইএইউ ভিসি
আপডেট সময় :
২০২৫-০১-১৪ ১৬:১৩:১৭
জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী হামিমের পাশে আইএইউ ভিসি
মোঃ আরিফুল ইসলাম
ঢাকা আলিয়া প্রতিনিধি:
আজ থেকে শুরু হয়েছে ইসালামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল স্নাতক পাস পরীক্ষা, যেখানে দেশের ১৩৭৮ টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করেছেন।
ইসালামী আরবী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয় প্রফেসর ড. মোঃ শামছুল আলম উপমহাদেশের প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ সরকারী মাদ্রাসা-ই-আলিয়ায় ফাজিল স্নাতক (পাস) পরীক্ষার কেন্দ্র পরির্দশনে আসেন। বকশীবাজার আলিয়া মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে ছয়টি মাদ্রাসার ১৪৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা কেন্দ্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ঢাকা আলিয়ার শিক্ষার্থী হাবিবুল্লাহ হামীম। রাজধানীর চানখারপুলে গুলিবিদ্ধ হয়ে তার পায়ুপথ ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়, সে সিএমএইচে চিকিৎসাধীন ছিল। সেখান থেকে এসে আলিয়া মাদরাসার অধ্যক্ষের কক্ষে শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষা দিচ্ছে। ভিসি মহোদয় তার উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ভারপ্রাপ্ত প্রফেসর মোঃ আশরাফুল কবির আরবী ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শাহজালাল ও অন্যান্য শিক্ষকগণ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স