ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা আলিয়ার সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হলেন আরিফ


আপডেট সময় : ২০২৫-০১-১৪ ১৬:০৫:০৩
ঢাকা আলিয়ার সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হলেন আরিফ ঢাকা আলিয়ার সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হলেন আরিফ




বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: 

গত ১৩ই জানুয়ারি ঢাকা আলিয়ার সাংবাদিক সমিতির নতুন কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন পায়। উক্ত কমিটিতে বরিশালের বানারীপাড়া উপজেলার কৃতি সন্তান আরিফুল ইসলামকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। গতকাল সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবীর ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির নতুন কমিটির অনুমোদন দেন।

শত বছরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে রাজধানীর প্রাণকেন্দ্রে বকশি বাজারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া। কিন্তু এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে অনেকেরই অজানা। বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে ঢাকা আলিয়ার ছাত্রদের ভূমিকা ছিলো অতুলনীয় কিন্তু তা কখনই জাতির সামনে প্রকাশ পায়নি। বর্তমান যুগ মিডিয়ার যুগ। তাই এই সময় মিডিয়াকে প্রাধান্য না দিলে পিছিয়ে পরতে হবে সব দিক দিয়ে। তাই সরকারি মাদ্রাসা-ই- আলিয়ার প্রশাসন এই বিষয় গুলো বিবেচনা করেই পূর্বের ন্যায় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করেছেন।

নব-নির্বাচিত সভাপতি মোঃ আরিফুল ইসলাম সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা এর আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের একজন নিয়মিত শিক্ষার্থী। তার জন্মস্থান বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায়। তিনি বর্তমানে 'দ্যা ডেইলি ক্যাম্পাস'র ঢাকা আলিয়া প্রতিনিধি হিসাবে নিযুক্ত আছেন।

নব-নির্বাচিত সভাপতি আরিফুল ইসলাম সাংবাদিক সমিতিকে কেন্দ্র করে বলেন, আমাদের প্রতিষ্ঠাকালীন সভাপতি আবু নোমান রুমি, সাধারণ সম্পাদক রাকিব মূর্তজা ও দপ্তর সম্পাদক জোবায়ের ভাইদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে বর্তমান কমিটির সকলকে নিয়ে আলিয়া মাদ্রাসার ইতিহাস ও ঐতিহ্যের বিষয়সমূহ তুলে ধরব। আশা করি শিক্ষার্থীদের সমস্যা নিয়ে সাংবাদিক সমিতির সবাই দল-মত নির্বিশেষে কাজ করবে। এছাড়াও তিনি সকলকে কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিতদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার্থীদের পক্ষে কাজ করার আহ্বান জানান।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ