ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় সেতুর কাজ না করায় ঠিকাদারের বিরুদ্বে এলাকাবাসীর মানববন্ধন


আপডেট সময় : ২০২৫-০১-১৪ ০১:২৪:১৩
মঠবাড়িয়ায় সেতুর কাজ না করায় ঠিকাদারের বিরুদ্বে এলাকাবাসীর মানববন্ধন মঠবাড়িয়ায় সেতুর কাজ না করায় ঠিকাদারের বিরুদ্বে এলাকাবাসীর মানববন্ধন




মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়া আজ সোমবার সকাল ১০ টায় টিকিকাটা ইউনিয়নের বাইশকুঁড়া বাজারে এলাকাবাসী এই মানববন্ধন করেছে। বাইশকুড়া বাজার থেকে তেতুঁলতলা সংযোগ সড়কের নির্মান কাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় ২ বছর কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান কাজ না করে বছরের পর বছর ফেলে রেখেছে। চরম দূর্ভোগে পড়েছে এলাকাবাসী সহ কয়েকটি উপজেলার জনগন।

এই মানববন্ধনে বক্তব্য রাখেন, জসিম মাতুব্বর (বর্তমান মেম্বার), ছাইদুল হক খোকন মুন্সি ( ৬নং টিকিকাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক), অনোয়ার হোসেন, ফিরোজ আহম্মেদ মৃধা, শাহাদাৎ হোসেন, হালিম খান। বক্তারা বলেন, এই সেতু না হওয়ার কারনে চরম দুর্ভোগের মধ্যে আছে তারা। স্কুল কলেজের শিক্ষার্থীরা সঠিক সময়ে যেতে পারছে না।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূএে জানা যায়, ৩৭ মিটার দৈর্ঘ্য সেতু নির্মানে ৪ কোটি ৭৫ লক্ষ টাকা বরাদ্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে সেতু নির্মানের কাজটি এএসআই আহম্মেদ লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী সেতুটির কাজ শুরু হয় ২০২০ সালে, শেষ করার কথা ২০২২ সালে। কিন্তু গত দুই বছর ধরে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখেছে। সরেজমিনে গেলে দেখা যায় সেতুর আংশিক কাজ শেষ হয়েছে।

উপজেলা প্রকৌশলী মো: জিয়ারুল ইসলাম জানান, ঠিকাদারের সাথে কথা হয়েছে খুব দ্রুত তারা কাজ শুরু করবে ।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ