ঢাকা , মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ , ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রানীশংকৈলে অস্বাভাবিক দামে সিগারেট বিক্রি


আপডেট সময় : ২০২৫-০১-১৪ ০০:৪৬:৪৭
রানীশংকৈলে অস্বাভাবিক দামে সিগারেট বিক্রি রানীশংকৈলে অস্বাভাবিক দামে সিগারেট বিক্রি



রানীশংকৈল, ঠাকুরগাঁও:- ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় চলছে অস্বাভাবিক দামে সিগারেট বিক্রি। হাট বাজার ঘুরে দেখা যায় প্রতি কাঠি সিগারেট প্রায় ২ টাকা করে বাড়িয়েছে সিগারেট কোম্পানী গুলো। দাম বাড়ার বিষয়ে কোম্পানীর প্রতিনিধিদের সাথে চলছে দোকানীদের বাক- বিতন্ডা। তারা চালাকি /অজুহাত দেখিয়ে দিচ্ছে না সিগারেট বিক্রির ক্যাশ মেমো। এতে করে দোকানীসহ সাধারন ক্রেতার মাঝে সিগারেট কোম্পানীর লোকদের দ্বন্দ্ব বাড়ার আশংকা বাড়ছে।

গতকাল রবিবার প্রতি প্যাকেট ডার্বীর দাম ছিল ৫২ টাকা, বর্তমান দাম হচ্ছে ৭২ টাকা। প্রতি প্যাকেট গোল্ড লীফ সিগারেটের গায়ে দাম লিখা ২৪০ টাকা, কোম্পানী বিক্রি করছে ২৮০ টাকা। অতিরিক্ত ৪০ টাকা বেশি নেয়া হচ্ছে কিন্তু এর বিপরীতে কোন মেমো অথবা কোন ধরনের ডকুমেন্স দেয়া হচ্ছে না। এক প্যাকেট বেনসন সিগারেটের দাম হল ৩২৪ টাকা, নেয়া হচ্ছে ৩৭০ টাকা। ৩৬ টাকা বেশি নেয়া হচ্ছে। এমনি করে অন্যন্য প্রতি প্যাকেট সিগারেটে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে। তাই সরকার তথা কোম্পানীদের প্রতি অনুরোধ যদি দাম বাড়ানো হয়, তাহলে প্রচার করে বাড়ানো হোক। অথবা ক্যাশ মেমো দেওয়া হোক। এতে করে সরকারের প্রতি জনগনের আস্হা বাড়বে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ