ব্রাহ্মণপাড়ায় অতর্কিত হামলায় নারীসহ ৫ জন আহত
ব্রাহ্মণপাড়ায় অতর্কিত হামলায় নারীসহ ৫ জন আহত
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছে। গত ১০ জানুয়ারী সকালে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল উত্তরপাড়া সাহেব বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।পরে স্বজনরা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
আহতরা হলেন, উপজেলা শশীদল গ্রামের সাহেব বাড়ির মৃত আবু তাহেরের ছেলে মোঃ জাকির হোসেন(৪০), মৃত মনিরুল হক সেলিমের স্ত্রী নুরুন্নাহার (৪৫) তার ছেলে এনামুল হক ইমরান (২৫), আনোয়ার হোসেনের স্ত্রী জোহরা বেগম (৩৫) এবং মৃত আবু তাহেরের ছেলে তোফাজ্জল হোসেন মনির (৪২)।
স্বজন ও আহতদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কুমিল্লা আদালতে একটি বন্টননামা মামলা চলমান। গতকাল ঘটনার দিন অ্যাডভোকেট কমিশন এসে জায়গার মাপার সময় বাধা প্রদান করে প্রতিপক্ষের কুমিল্লা আর্দশ সদর ঠাকুরপাড়া এলাকার মৃত কবির আহাম্মেদ চৌধুরীর ছেলে ইউসুফ চৌধুরী বাবুল এর নেতৃত্বে শশীদল সাহেব বাড়ীর মৃত ফজলুর রহমান এর ছেলে অহিদ মিয়া ও তার ভাই শহিদ মিয়া এবং মৃত্যু আবুল কাসেম এর ছেলে আমানতউল্লা বাবু তার ভাই সালামতুল্লা সানিসহ আরো ৪/৫ জন লোক হাতের দা, ছেনা, লাঠি নিয়ে হামলা চালায়।
হামলায় আহতদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় আহতদেরকে স্বজনেরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, শশীদল এলাকায় সাহেব বাড়িতে একটা জায়গা নিয়ে কমিশন গঠন করা হয়েছিল। কমিশনের সামনে উভয় পক্ষের মারামারি ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স