মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে অবশেষে কমতে শুরু করেছে শীতকালীন সবছির দাম। এতে করে খুশি অনুভব করছেন উপজেলার নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মানুষগুলে। বিগত কয়েক বছরে এতো নিম্নমূখী দেখা যায়নি সবছির দাম।
উপজেলার বিভিন্ন হাট-বাজারে গিয়ে দেখা যায়, ফুলকপি ৫ থেকে ১০ টাকা, মুলা ৫ টাকা, পাতা কপি প্রকার ভেদে ২০ টাকা থেকে ৩০ টাকা, পাতা পিয়াজ ১০ টাকা, পুরাতন পিয়াজ ৪০ থেকে ৫০ টাকা, নতুন আলু ৩০ থেকে ৪০ টাকা, কাচা মরিচ ৩০ থেকে ৩৫ টাকা, বেগুন ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
এদিকে উপজেলার চকনুর গ্রামের কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা জানান, কম দামে সবজি বিক্রি করে লোকশান গুনতে হচ্ছে আমাদের। তবে কম দামে মনের খুশিতে সবজি কিনছেন নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মানুষ গুলো, যা দেখে আমাদেরও ভালো লাগছ।
উপজেলার গঙ্গারামপুর গ্রামের মোঃ রফিকুল ইসলাম নামের এক কৃষক বলেন, কিটনাশক, সার ও বিজের দাম বেশি থাকার কারনে আমাদের লোকশান গুনতে হচ্ছে, তবে কিটনাশক, সার ও বিজের দাম হাতের নাগালে থাকলে এটুকু লোকশানও পুষিয়ে নেওয়া যেতো।
উপজেলার হাটপাঙ্গাসী বাজারে আসা খুচরা শাক বিক্রেতার সাথে কথা হলে তিনি জানান, বাজারে বেশ কিছুদিন ধরে প্রচুর পরিমানে শীতকালীন সবজি উঠছে। এতে করে দামও আগের তুলনায় অনেক কমেছে। ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে উপজেলার সকল শ্রেণির মানুষের মাঝে।