ফাহাদ মোল্লা (নিজস্ব প্রতিবেদক)
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস মুন্সীগঞ্জ এর আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থা, মুন্সীগঞ্জ এবং এর সহযোগিতায় "ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান" আজ সকাল- ১০ ঘটিকায় জেলা স্টেডিয়াম, মুন্সীগঞ্জ এ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, মো: রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মুন্সীগঞ্জ। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সভাপতিত্ব করেন- জনাব খাদিজা পারভীন, জেলা ক্রীড়া অফিসার, মুন্সীগঞ্জ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় জানাব মিজানুর রহমান ডন, জনাব মুকুল দাস, জনাব রিপন শেখ। এছাড়াও জনাব মঞ্জুর মোর্শেদ, সদস্য, জেলা ক্রীড়া সংস্থা, মুন্সীগঞ্জ। কোচ - মিজানুর রহমান, মোজাম্মেল হোসেন, রেফারি- আওলাদ, শাহীন শেখ, বাদল, জনাব মো: নাঈম, সহ আরো অনেক অভিভাবকবৃন্দ উপস্হিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফুটবল জনপ্রিয় একটি খেলা, এর মাধ্যমে শিশুরা শৃঙ্খলা, বিনয়, এবং শারীরিক সক্ষমতা/ ফিটনেস অর্জন করতে পারে। তাই এই ফুটবল চর্চা প্রতিটি স্কুলে স্কুলে ছড়িয়ে দিতে হবে। ছোট বয়স থেকে ফুটবল চর্চা করলে পরবর্তীতে ভালো খেলোয়াড় হওয়া যায়।
মুন্সীগঞ্জ এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের প্রায় ৮০ জন খেলোয়াড় উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। পরবর্তীতে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স- আপ দল কে ট্রফি তুলে দেন। এদের মধ্যে থেকে পরবর্তীতে প্রশিক্ষণের জন্য ৩৫ জন কে বাছাই করা হয়।