ঢাকা , মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ , ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রায়গঞ্জে তথ্য চাওয়ায় সাংবাদিককে বিএনপি নেতার হুমকি প্রদান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০১-১২ ১৮:৪৫:১৩
রায়গঞ্জে তথ্য চাওয়ায় সাংবাদিককে বিএনপি নেতার হুমকি প্রদান রায়গঞ্জে তথ্য চাওয়ায় সাংবাদিককে বিএনপি নেতার হুমকি প্রদান


 
 
মোঃ আখতার হোসেন হিরন, 
স্টাফ রিপোর্টার :
 
সিরাজগঞ্জের রায়গঞ্জে তথ্য চাওয়ায় দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রায়গঞ্জ সংবাদদাতা মোঃ সোহেল রানাকে প্রাণ নাশের হুমকি প্রদান করেছে স্থানীয় দুই বিএনপির নেতা।
 
এতে কর্মপরিবেশ ও নিরাপত্তাহীনতায় ভূগছেন নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক সোহেল রানা। এ ব্যাপারে রায়গঞ্জ থানা ও নিমগাছী সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 
 
অভিযোগ সূত্রে জানা যায়, রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আব্দুল্লাহ আল পাঠানের ছোট ভাই মমিন পাঠানের এলজিইডির প্রকল্পের আওতায় উপজেলার ধামাইনগর বাজার হইতে নিমগাছী কড়িতলা পর্যন্ত রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়ায় দৈনিক নয়াদিগন্তের সংবাদদাতা গত ৬ জানুয়ারী এলজিইডি অফিসে গিয়ে রাস্তাটির কাজের তথ্য চান। 
 
এতে ৭ জানুয়ারী রোম বাদশা রায়গঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং বোরহান উদ্দিন রায়গঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক তার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। রোম বাদশা পৌর এলাকার মৃত ওয়ারেছ আলীর ছেলে এবং বোরহান উদ্দিন পৌর এলাকার মৃত আবু সাইদের ছেলে।
 
এই ঘটনার জের ধরে গত ৯জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে অভিযুক্ত রোম বাদশা এবং বোরহান  উদ্দিন মিলে সাংবাদিক সোহেলকে ভয়ভিতীসহ প্রাণ নাশের হুমকি প্রদান করেন।
 
এমতবস্থায় জীবনের নীরাপত্তাহীনতার কারণে ১২ জানুয়ারী রায়গঞ্জ থানা ও নিমগাছী সেনাবাহিনী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেন সাংবাদিক সোহেল রানা। 
 
এ ঘটনায় রায়গঞ্জে কর্মরত সাংবাদিকরা তীর্ব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবী জানায়। 




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ