ঢাকা , সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ , ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গৃহবধুকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামীকে মামলা রুজুর ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০১-১২ ১৮:২৮:১৪
গৃহবধুকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামীকে মামলা রুজুর ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার। গৃহবধুকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামীকে মামলা রুজুর ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
 
র‌্যাব-১৩ কর্তৃক তাজহাট থানাধীন লালবাগ এলাকা হতে রংপুরের গংগাচড়ায় চাঞ্চল্যকর গৃহবধুকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামীকে মামলা রুজুর ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার। বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
 
র‍্যাব-১৩, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কর্তৃক অদ্য ১১ জানুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ১৭৩০ ঘটিকায় আরপিএমপি রংপুর তাজহাট থানাধীন লালবাগ সাকিনস্থ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) পিএলসি, বিতরণ অঞ্চল রংপুর এর সামনে হতে অভিযান পরিচালনা করে (রংপুর জেলার গংগাচড়া থানার মামলা নং-১০, তারিখ-০৭/০১/২০২৫ খ্রিঃ, ধারা-পেনাল কোড  ১৮৬০ এর ৩০২/৩৮৬/১০৯/৩৪) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ রুবেল মিয়া (৩৪), পিতাঃ মোঃ সেকেন্দার আলী, সাং-দক্ষিণ  চেংমারী নাককাটির চওড়া, থানা- গংগাচড়া, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। বাদী কর্তৃক দায়েরকৃত এজাহার অনুযায়ী হত্যা মামলার প্রধান আসামী মোঃ রুবেল মিয়া (৩৪), পিতাঃ মোঃ সেকেন্দার আলী ও তার পরিবারের লোকজন মিলে ধৃত আসামীর স্ত্রী মোছাঃ মারুফা আক্তার ৥ নিশি (২৮)’ কে বিভিন্ন দাবী আদায়ের উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ শারীরিক ও মানসিক অত্যাচার করে আসছে।

তারই ধারাবাহিকতায় গত ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত্রী আনুমানিক ১১:২০ ঘটিকায় ভিকটিম মোছাঃ মারুফা আক্তার ৥ নিশি (২৮)’ এর ঘুমানোর সুযোগে ধৃত আসামীর ব্যবহৃত মোটরসাইকেলের পেট্রোল বাহির করে ভিকটিমের শরীরে ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজন আসলে আসামীগণ বাঁচার তাগিদে ভিকটিমের শরীরে জ্বলতে থাকা আগুন নিভানোর চেষ্টা করে এবং পরবর্তীতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরদিন ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে ভিকটিমের পরিবারকে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে হাসপাতাল হতে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে অনুমান ০৩ (তিন) দিন অতিবাহিত হবার পর ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ  ধৃত আসামীসহ ভিকটিমের স্বজনরা মিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শহরস্থ শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করে। সেখানে ৪-৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ০৩ জানুয়ারি ২০২৫ তারিখ হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে ভিকটিমকে বাড়ীতে নিয়ে আসে।

পরবর্তীতে ০৬ জানুয়ারি ২০২৫ তারিখ ধৃত আসামীর বাড়ীতে আনুমানিক সকাল ১০.০০ ঘটিকায় ভিকটিম মোছাঃ মারুফা আক্তার ৥ নিশি (২৮) মৃত্যুবরণ করেন। যার প্রেক্ষিতে, গত ০৮ জানুয়ারি  ২০২৫ তারিখ আনুমানিক রাত ২১.০০ ঘটিকায় ভিকটিমের মাতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে ধৃত ইলেকট্রনিক মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি র‌্যাব-১৩, সিপিএসসি এর নজরে আসলে ছায়া তদন্ত শুরু করে এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীর অবস্থান সম্পূর্কে নিশ্চিত হয়।

পরবর্তীতে অদ্য ১১ জানুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ১৭:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং আসামী মোঃ রুবেল মিয়া (৩৪), পিতাঃ মোঃ সেকেন্দার আলী, সাং-দক্ষিণ  চেংমারী নাককাটির চওড়া, থানা- গংগাচড়া, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীকে রংপুর জেলার গংগাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ