ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে ট্রেনে কাটা পড়ে শিশু নিহত, স্থানীয়দের বিক্ষোভে


আপডেট সময় : ২০২৫-০১-১২ ১৬:১৭:৩৫
বাগেরহাটে ট্রেনে কাটা পড়ে শিশু নিহত, স্থানীয়দের বিক্ষোভে বাগেরহাটে ট্রেনে কাটা পড়ে শিশু নিহত, স্থানীয়দের বিক্ষোভে

 
বাগেরহাট প্রতিনিধিঃ 
 
বাগেরহাটের মোংলায় ট্রেনে কাটা পড়ে মরিয়ম নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার ( ১২ জানুয়ারি) দুপুরে উপজেলার দিগরাজ রেলক্রসিং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মরিয়ম দিগরাজ এলাকার রোকন শেখের মেয়ে। সে মায়ের সাথে স্কুল থেকে ফিরছিল।
 
মরিয়ম দিগরাজ এলাকার রোকন শেখের মেয়ে।
 
এদিকে তার মৃত্যুর খবরে রেল ক্রসিংয়ের গেটম্যানের বিচারের দাবিতে বিক্ষোভ করে স্থানীয়রা এতে ঘন্টা দেড়েক যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের নিভৃত করে যান চলাচল স্বাভাবিক করে।
 
স্থানীয়দের দাবি, রেলক্রসিংয়ে গেটম্যান সঠিকভাবে দায়িত্ব পালন করলে এবং গেটের পিলার ফেলে দিয়ে এই দূর্ঘটনা ঘটত না।
 
প্রত্যাক্ষদর্শী হেলাল শেখ জানান, মরিয়ম স্কুল থেকে রেল লাইনের পাশ দিয়ে তার মায়ের সঙ্গে আসছিলো। দিগরাজ এলাকায় রেল ক্রসিং দিয়ে যাওয়ার সময়, খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনের নিচে কাটা পড়ে মরিয়ম ঘটনাস্থলেই মারা যায়।
 
তিনি আরও বলেন, ট্রেন আসলেও, গেট ম্যান কিন্তু রেল ক্রসিংয়ের পিলার নামায়নি। যার ফলেই এই দূর্ঘটনা ঘটেছে। খুলনা-মোংলা রেল লাইন চালুর পরে এটাই প্রথম মৃত্যুর ঘটনা।
 
স্থানীয় বাসিন্দা ও প্রতক্ষদর্শীদের বরাত দিয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, মৃত্যুর খবরে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ