বিদেশী মদ ও বিয়ারসহ ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব।
বিদেশী মদ ও বিয়ারসহ ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে বিদেশী মদ ও বিয়ারসহ ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দল ০৮ জানুয়ারী ২০২৫ ইং তারিখ আনুমানিক ২১:০৫ ঘটিকায় সুনামগঞ্জ জেলার সদর থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৪ বোতল বিদেশী মদ ও বিয়ার উদ্ধারপূর্বক ০১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তি জালাল মিয়া (২৪), পিতা-আব্দুর রহমান, মাতা- মাজেদা খাতুন, সাং-বড়ইতলা, ০১নং ওয়ার্ড, জাহাঙ্গীরনগর ইউপি, থানা- সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স