ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ , ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পটুয়াখালীর কুয়াকাটায় মাসব্যাপী পর্যটন মেলার উদ্বোধন।

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-০১-১০ ০০:০০:১২
পটুয়াখালীর কুয়াকাটায় মাসব্যাপী পর্যটন মেলার উদ্বোধন। পটুয়াখালীর কুয়াকাটায় মাসব্যাপী পর্যটন মেলার উদ্বোধন।



মোঃ সোহাগ, বিশেষ প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় মাসব্যাপী পর্যটন মেলা ২০২৫ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন (৮জানুয়ারী বুধবার বিকাল চারটার পর) পায়রা উড়িয়ে পর্যটন মেলার শুভ উদ্বোধন করেন। কুয়াকাটা প্রেসক্লাব ও ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) যৌথভাবে এ মেলার আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করেন পটুয়াখালী জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন।

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, কুয়াকাটা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাবাব আহমেদ শিবলী, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক কৌশিক আহমেদ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লি, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা পৌর জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কুয়াকাটা পৌর শাখার সভাপতি মোঃ ফজলুল হক খান প্রমুখ।

মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা পণ্যসামগ্রীর পসরা নিয়ে আসতে শুরু করেছে এবং কুয়াকাটার ঐতিহ্য, বিভিন্ন ধরণের তৈজসপত্র মেলার বিভিন্ন স্টলে প্রদর্শিত হবে।। পর্যটন মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে মাস জুড়ে কবিতা আবৃত্তি, লোক সংগীত, কনসার্ট ও দেশ বরণ্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া মেলার বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে দি নিউ রাজধানী সার্কাস সহ বিভিন্ন ধরনের রাইড। মাসজুড়ে এ পর্যটন মেলা চলবে।

পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় জেলা প্রশাসক বলেন, কুয়াকাটায় পর্যটন শিল্পের বিকাশে এই পর্যটন মেলার আয়োজন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ