মোঃ আখতার হোসেন হিরন,
স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের রায়গঞ্জে 'তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে এ কর্মশালার আয়োজন করে উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদ (ইউপি)।
এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ, নাগরিক সেবা সহজিকরণ, দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষ রোপন এবং মশক নিধন কার্যক্রমের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ইউপি মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. রোজিন পলাশ।
কর্মশালায় তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি'র সহ- সভাপতি কাজীমুদ্দিন বিশ্বাস কাজী, সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদ, ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক ওহেদুল ইসলাম আয়দুল, সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্য, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকগন, ইমাম, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।