ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ , ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-০১-০৯ ২০:৩৯:৩৫
পিরোজপুরে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত পিরোজপুরে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত



 বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরে ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় কুটুম বাড়ি কমিনিউটি সেন্টার অডিরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলনের পিরোজপুর জেলা শাখার সভাপতি মোঃ রহমতুল্লাহ আল হাদী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ইয়াহিয়া হাওলাদার, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য মোহাম্মদ জাবের হোসাইন। এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র আন্দোলন পিরোজপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলন শেষে প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন পিরোজপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন।

ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাছির আহমদ বলেন, আমরা এমনই একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে। আমরা এমন বাংলাদেশ চাই না, যে বাংলাদেশে আবারো ফ্যাসিস্ট হাসিনার মত কোন একটি স্বৈরশাসক কোন একটি স্বৈরতন্ত্র কায়েম হবে। এমন বাংলাদেশ দেখার জন্য আমার ভাইয়েরা চোখ হারায়নি, হাত হারায়নি, জীবন দেয়নি। এ কারণে আমাদের সোচ্চার থাকতে হবে, ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ