ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ , ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাতভর আন্দোলন করেও রাজপথ ছেড়ে যায়নি ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা।


আপডেট সময় : ২০২৫-০১-০৯ ০৭:৪০:১৪
রাতভর আন্দোলন করেও রাজপথ ছেড়ে যায়নি ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা। রাতভর আন্দোলন করেও রাজপথ ছেড়ে যায়নি ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা।


ঢাকা আলিয়া প্রতিনিধি:

মধ্যরাতে আইন মন্ত্রণালয়ের নোটিশ অনুযায়ী স্বৈরাচার শেখ হাসিনা সরকার কর্তৃক নির্মিত ঢাকা আলিয়ার মাঠে অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহের বিচারকার্য সম্পাদনের নোটিশ পাওয়ার পর থেকেই রাজপথ দখল নিয়ে নেয় শিক্ষার্থীরা। 


রাতভর জাগ্রত থেকে আন্দোলন করে সকাল থেকে পুলিশ ও এপিবিএন সদস্যদের অস্থায়ী আদালতে প্রবেশে বাদা দিয়ে আসছে ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা। তাদের দাবি এ মাঠ তাদের কারা কর্তৃপক্ষ অবৈধভাবে দখল করে আদালত পরিচালনা করেছে ।

এবিষয়ে নাজির আহমদ নামের এক শিক্ষার্থী জানান আমরা বিশ্বাস করি, জুলাই বিপ্লবের পরে আমরা আমাদের এ মাঠ ফিরে পাব। আগামী এক ঘন্টার মধ্যে আমাদের মাঠের বিষয়ে সমাধান চাই। দ্রুত সমাধান না আসলে আমরা শিক্ষার্থীরা সমন্বয় করে তীব্র আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ।


এপিবিএন মিরপুর ইউনিটের সাব ইন্সপেক্টর বাবুল হোসেনকে জিজ্ঞেস করলে তিনি জানান, লোকাল থানার অফিসারের কাজ থেকে জানুন। আমি এবিষয়ে বক্তব্য দিতে পারছি না।

উপস্থিত শাহবাগ থানার সাব ইন্সপেক্টর মাহমুদুল হাসানকে জিজ্ঞেস করলে তিনি জানান, এবিষয়ে আমাদের কিছু জানা নেই । আমাদের ওসি স্যার আসবে উনি বিস্তারিত জানাবেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ