ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫ , ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজাপুর উপজেলা বিএনপির সম্পাদক নাসিম আকনকে চাঁদাবাজির অভিযোগে জেলা বিএনপির শোকজ


আপডেট সময় : ২০২৫-০১-০৮ ২৩:১২:৫৩
রাজাপুর উপজেলা বিএনপির সম্পাদক নাসিম আকনকে চাঁদাবাজির অভিযোগে জেলা বিএনপির শোকজ রাজাপুর উপজেলা বিএনপির সম্পাদক নাসিম আকনকে চাঁদাবাজির অভিযোগে জেলা বিএনপির শোকজ

 
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনকে চাঁবাজির অভিযোগে শোকজ করেছে ঝালকাঠি জেলা বিএনপি।
 
বুধবার (৮ জানুয়ারী) ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন স্বাক্ষরিত শোকজ নোটিশ দেয়া হয়েছে। তা সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নোটিশে উল্লেখ করা হয়েছে, জাতীয় নাগরিক কমিটির সদস্যের নিকট চাঁদা দাবী ও হুমকির বিষয়টি বিভিন্ন জাতীয় পত্রিকায় আপনার (নাসিম আকন) নামে সংবাদ প্রকাশিত হয়েছে। ঝালকাঠি জেলা বিএনপির অধীনে রাজাপুর উপজেলা বিএনপির দায়িত্বশীল পদে থাকাবস্থায় আপনার বিরুদ্ধে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করার অভিযোগ থাকায় দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনাকে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদ পদ থেকে কেন অব্যাহতি দেয়া হবে না। তার উপযুক্ত জবাব আগামী ৩ কার্যদিবসের মধ্যে ঝালকাঠি জেলা বিএনপির নিকট দেয়ার নির্দেশনা প্রদান করা হলো।
 
এবিষয়ে নাসিম উদ্দিন আকন বলেন, আমার বিরুদ্ধে শোকজ নোটিশ তারা দিতেই পারে। আমিও তার উপযুক্ত জবাব দিবো। তবে আমার বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ দেয়া হয়েছে, তা মোটেও সত্যি না। আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। তারা এই অপপ্রচার চালাচ্ছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ