স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হোন-জিয়াউল হাসান
স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হোন-জিয়াউল হাসান
নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদপুরে জামায়াতের শীতবস্ত্র বিতরণ স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হোন-জিয়াউল হাসান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান বলেছেন, গণমানুষের কল্যাণ, ন্যায় ও ইনসাপপূর্ণ ইসলামী সমাজ প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল্য লক্ষ্য। সে ধারাবাহিকতায় আজ আমরা শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি দুর্গত মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য সরকার সহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি আজ ৮ জানুয়ারি রাজধানীতে মোহাম্মদপুর মধ্য থানা জামায়াতের ৩১ নং ওয়ার্ড আয়োজিত সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি ইমরান আলী, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার ডক্টর মাইনুদ্দিন চৌধুরী, থানা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আয়াত আলী, মো. সেলিম সরদার ও মোতালিব মিয়া প্রমুখ।
তিনি বলেন, জামায়াতে ইসলামী এমন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে, যেখানে রাষ্ট্রই প্রত্যেক নাগরিকের আয়-রোজগারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ আশ্রয়স্থল হবে। একই সাথে রাষ্ট্রই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সহ সকল মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করবে। তিনি সেই স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স