ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫ , ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সলঙ্গায় ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০১-০৮ ২২:০৬:০০
সলঙ্গায় ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদণ্ড সলঙ্গায় ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদণ্ড

 
মোঃ আখতার হোসেন হিরন,
স্টাফ রিপোর্টার :
সিরাজগঞ্জের সলঙ্গায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করার অভিযোগে ৩টি ফার্মেসীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করে ৩ দোকানে চার হাজার পাঁচ শত টাকা অর্থদণ্ড করা হয়। 
 
বুধবার দুপুরে সিরাজগঞ্জ ঔষধ প্রশাসনের উদ্যোগে সলঙ্গা বাজারে মাদ্রাসা মোড়ে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি এবং অমৃতা শারমীন রাজ্জাক। 
 
এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসনের পক্ষে সিরাজগঞ্জের ড্রাগ সুপার মোঃ মামুনার রশিদ সহ পুলিশ প্রসাশন। সদরের মাদ্রাসা মোড়ের বিসমিল্লাহ মেডিকেল হল, শিশির মেডিকেল হল ও জমজম মেডিকেল হল নামের ৩টি ঔষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও বিনামূল্যের (সিম্পল) পাওয়া যায়।
 
অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্র্রেট দ্বয় বিসমিল্লাহ মেডিকেল হল মালিককে এক হাজার পাঁচ শত টাকা,শিশির মেডিকেল হল মালিককে দুই হাজার টাকা এবং জমজম মেডিকেল হল মালিককে এক হাজার টাকার অর্থদণ্ড দেন।
 
ঔষধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা মারাত্মক ঝুঁকি বয়ে আনে বলে কয়েকজন ঔষধ ক্রেতা দাবি করেছেন। তারা জানান, দীর্ঘ দিন ধরে থানার বেশ কিছু দোকানে মেয়াদ উত্তীর্ণ, নকল ও ভেজাল ঔষধ ক্রয়-বিক্রয় হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসায় এমন অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন।
 
এ বিষয়ে সিরাজগঞ্জের ড্রাগ সুপার জানান, দোকানে মেয়াদোত্তীর্ণ ও বিনামূল্যের ঔষধ পাওয়া গেছে। যা কোনো ভাবে গ্রহণযোগ্য নয়। এই অভিযানের মাধ্যমে তাদের সর্তক হওয়ার একটি বার্তা দেওয়া হয়েছে। ঔষধ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে নিয়ম মেনে অভিযান চালানো ও অর্থ দণ্ড করা হয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ