ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫ , ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কয়রায় সরকারি হাটের জায়গা দখলের অভিযোগ


আপডেট সময় : ২০২৫-০১-০৮ ১৬:১৩:৫৬
কয়রায় সরকারি হাটের জায়গা দখলের অভিযোগ কয়রায় সরকারি হাটের জায়গা দখলের অভিযোগ



কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রায় বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজারের সরকারী জায়গা দখলের অভিযোগ উঠেছে। ঘুগরাকাটি বাজারের ব্যবসায়ীগণ সরকারী জায়গা দখলের অভিযোগ এনে খুলনা জেলা প্রশাসক ও কয়রা উপজেলার নির্বাহি কর্নকতা বরাবর লিখিত অভিযোগ দেয়েছেন লিখিত অভিযোগ থেকে জানাযায় কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজারে সপ্তাহে ২দিন শনি ও বুধ হাট বসে। এই হাটে বিভিন্ন এলাকা থেকে তাদের পন্য বিক্রি করার জন্য এখানে এসে বিক্রি করে থাকে। ঘুগরাকাটি বাজারের চাননীর পাশে তাদের বেচাকেনার সুবিধার্তে সরকারীভাবে ১৯৯৬ সালে ইটের সলিং বিছানো হয়। ইতিপূর্বে এই জায়গায় কিছু কাচামালে দোকান ছিল তাদেরকে সরিয়ে হাটে আগত ব্যবসায়ীদের বেচাকেনার সুবিধার্তে তাদেরকে সরকারী চাননীতে বসানো হয়। এই বাজারে অবস্থিত সরকারী খাদ্য গুদাম, অটো রাইচ মিল, বড় বড় কোম্পানির ডিষ্টিবিউটর ব্যবসায়ী রয়েছে সে জন্য তাদের পন্য আনা নেওয়ার জন্য এই জায়গা দিয়ে ট্রাকগুলো ঘুরাতো। গত ৩/১/২৫ শুক্রবারে ১। মোঃ মফিজুল ইসলাম গাতিদার ২। মোঃ বেলায়েত হোসেন গাতিদার উভয় পিতা মৃত মাজেদ গাতিদার ৩। মোঃ রবিউল ইসলাম পিতা মৃত বদর উদ্দীন সর্ব সাং ঘুগরাকাটি, কয়রা, খুলনা সহ ৫/৬ জন  সরকারী ইটের সলিং হাটের জায়গায় ইটের উপর বালু দিয়ে ইট ঢেকে দিয়েছে ও দখলের চেষ্টা চালচ্ছে। রাতের আধারে তারা এখানে ঘর উঠাবে বলে জানা যায় এই জায়গা দখল হয়ে গেলে বাজারে যানজট সৃষ্টি হবে আগত হাটের ব্যবসায়ী ও আমাদের কে দুভোগ পোহাতে হবে।

ব্যবসায়ীরা সরকারীভাবে বসানো ইটের সলিং য়ে হাটের জায়গায় ইটের উপর বালু দিয়ে ঢেকে দিয়ে সরকারী সম্পদ নষ্ট করার বিচার দাবী করেন এবং এই জায়গাটা যেন দখল করতে না পারে তার দাবী জানান। সরকারী ইটের সলিং এর উপর বালু দিয়ে কারা ঢেকে দিয়েছে এ ব্যাপারে মফিজুল গাতিদারের কাছে জানতে চাইলে তিনি এখানে কে বালু দিয়েছে সেটা আমি জানি না। এ ব্যাপারে কয়রা উপজেলা নির্বাহি রুলি বিশ্বাস জানান লিখিত অভিযোগ পেয়েছি আইনানুগ ব্যবস্থা গ্রহণন করা হবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ