ফেনী প্রতিনিধি:
ফেনী ইউনিভার্সিটি আইন বিভাগের মুটিং সোসাইটির উদ্যোগে আর্কটিক অঞ্চলে জলবায়ু পরিবর্তন, আদিবাসী অধিকার ও আইনি কাঠামো নিয়ে সেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ইউনিভার্সিটি কেন্দ্রীয় মিলনায়তনে এ সেশনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নর্দান ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড মাইনরিটি ল, আর্কটিক সেন্টার, ইউনিভার্সিটি অফ ল্যাপল্যান্ড (ফিনল্যান্ড) পরিচালক প্রফেসর ড. কামরুল হোসেন।
প্রধান বক্তা তার বক্তব্যে, আর্কটিক অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং আদিবাসী জনগণের অধিকার সুরক্ষায় আইনি কাঠামোর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিক অঞ্চলের আদিবাসী জনগণের জীবনধারা ও পরিবেশের ওপর ব্যাপক প্রভাব পড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক আইনের কার্যকর প্রয়োগ অত্যন্ত জরুরি। এ সময় সেশনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং বিষয়টি নিয়ে গভীর আলোচনা করেন।
আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সাখাওয়াত সাজ্জাত সেজানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ।
আইন বিভাগের শিক্ষার্থী ফেরদৌস মিল্লাত রামিসার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. নুর মোহাম্মদ, প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. আয়াতুল্লাহ, আইন বিভাগের প্রভাষক কাজী তাসনিম জাহান, তৌহিদুল ইসলাম, মাধবী পাল, তানজিলা মুবাশ্বিরা মিতু, উম্মে হাবিবা জিতুসহ আইন বিভাগের শিক্ষার্থীরা ও মুটিং সোসাইটির সদস্যরা।