ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক হত্যা চেষ্টা মামলা থেকে জামিনে এসে ফের সাংবাদিককে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০১-০৮ ০০:৩২:০৭
সাংবাদিক হত্যা চেষ্টা মামলা থেকে জামিনে এসে ফের সাংবাদিককে হত্যার হুমকি সাংবাদিক হত্যা চেষ্টা মামলা থেকে জামিনে এসে ফের সাংবাদিককে হত্যার হুমকি



নিজেস্ব প্রতিবেদক
সাংবাদিক হত্যা চেষ্টা মামলা থেকে সম্প্রতি জামিনে বের হয়ে ফের সাংবাদিক সোহেব জুয়েলকে হত্যা করে লাষ গুম করবে বলে বিভিন্ন মহলে অভিযোগ পাওয়া গেছে। 

সাংবাদিক জুয়েল গৌরনদী রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক ও গৌরনদী মফস্বল সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক হিসাবে নিয়োজিত থেকে দীর্ঘদিন ধরে একাধিক পত্রিকায় সাহসিকতার সাথে কাজ করে আসছেন। 

তিনি (জুয়েল) গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের মৃত আলী আহম্মদ খলিফার পুত্র এবং জিয়া স্মৃতি সংসদের বরিশাল জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হিসাবে অন্তভুক্ত আছেন।

২০২২ ইং সালের ২৭ মার্চ স্বৈরাচারী সরকারের আমলে বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর বন্দরে দিবালোকে সন্ত্রাসী মোর্শেদ ও নান্নুর সহ একাধিক অজ্ঞাত নামা সন্ত্রাসীদের হামলার স্বীকার হয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকেও এক পর্যায় তাদের ক্ষমতার দাপটে হাসপাতাল থেকে পালিয়ে আসতে হয়েছেে সাংবাদিক জুয়েলকে। 

সন্ত্রাসী মোর্শেদ বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুর মুল্লিক গ্রামের মোঃ আনোয়ার হোসেন হাওলাদারের পুত্র ও নান্নু একই গ্রামের মৃত আলী আজিম খানের পুত্র। মোর্শেদ ও নান্নু নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির নেতা হিসাবে তৎকালীন সময় নানান অপরাধের সাথে জড়িত ছিলেন বলে একাধিক সুত্রে জানা গেছে। 

 তারিধারাবাহিকতায় ২০১২ ইং সালে জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর গ্রাম থেকে আগ্নেয় অস্ত্র পিস্তল সহ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন বরিশাল র্্যাব -৮। যাহার বাবুগঞ্জ থানার জিআর মামলা নং - ৬০ /১২। দীর্ঘ দিন কারা ভোগ করেও জেল থকে বের হয়ে একই কাজ করে বেড়াতেন তারা।

সরকার পতনের পর গত ২৫ নভেম্বর ২০২৪ ইং সাংবাদিক জুয়েল হত্যা চেষ্টাকারী সন্ত্রাসী মোর্শদ ও নান্নু সহ অজ্ঞাত নামা একাধিককে তার হত্যা চেষ্টার বিচারের দাবিতে বরিশাল জেলা পুলিশ সুপারের সাথে স্বাক্ষাৎ করে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন সাংবাদিক জুয়েল। 

যার জিআর মাল নং - ০৮ ফলে আসামী নান্নু ও মোর্শেদ দীর্ঘ সময় পালিয়ে থেকে সন্ত্রাসী নান্নু জাবিনে এসে ফের সাংবাদিক সোহেব জুয়েলকে হত্যা করে লাশ গুম করবে বলে বিভিন্ন সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন সাংবাদিক জুয়েলকে। তাই সাংবাদিক জুয়েল তার জীবন রক্ষার্থে অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসনের সু-দৃস্টি কামনা করছেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ