ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আবারো উচ্ছেদ হলো খালের উপর নির্মিত অবৈধ দোকান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০১-০৭ ১৮:১৭:১৭
আবারো উচ্ছেদ হলো খালের উপর নির্মিত অবৈধ দোকান আবারো উচ্ছেদ হলো খালের উপর নির্মিত অবৈধ দোকান




মোঃ অপু খান চৌধুরী।।

১৪ মাস পর আবারো উচ্ছেদ করা হয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া গ্রামে সরকারি খালের উপর নির্মিত অবৈধ ১৩ টি দোকান। গতকাল ৭ জানুয়ারী (মঙ্গলবার) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা এ অভিযান পরিচালনা করে এ দোকাগুলো উচ্ছেদ করে।


চান্দলা ইউনিয়ন ভুমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ চান্দলা চারিপাড়ায় খালের উপর দীর্ঘদিন ধরে অবৈধভাবে খাল দখল করে ১৩ টি দোকান নির্মাণ করে ভোগদখল করে আসছিল ওই এলাকার কিছু লোক। পরে স্থানীয় এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে ২০২৩ সালের ২ নভেম্বর তৎকালীন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ কাউছার হামিদ এর নেতৃত্বে অবৈধভাবে নির্মাণ করা দোকানপাট উচ্ছেদ করা হয়।

এর ১০ মাস পর আবারও দোকান গুলো নির্মান করে ব্যবসা পরিচালনা করে আসছিলো অবৈধ দখলদাররা।


অবৈধ দোকানপাট নির্মানকারীরা হলেন দক্ষিণ চান্দলা চারিপাড়া গ্রামের অবিদ মিয়ার ছেলে মোঃ হোসেন মিয়া, আব্দুল হাকিমের ছেলে সিরাজুল ইসলাম, তার ভাই আলী আহমেদ, মৃত তবদল হোসেনের ছেলে সহিদ মিয়া, তার ভাই আবু তাহের, ইউনুস মিয়া, মৃত নাসির উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক, মৃত আব্দুল মজিদের ছেলে সিদ্দিকুর রহমান, তার ভাই সুলতান আহমেদ, মোঃ জহির মিয়া, মৃত আব্দুল মালেক এর ছেলে মফিজুল ইসলাম, তার ভাই শফিকুল ইসলাম ও তোতা মিয়ার ছেলে দুলাল মিয়া।


এ সময় উপস্থিত ছিলেন, চান্দলা ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দিদারুল হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা সার্ভেয়ার ও ব্রাহ্মণপাড়া থানার পুলিশের একটি দল। 


এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, সরকারি খাল দখল করে যদি কেহ দোকান নির্মাণ করে তা হলে তাদেরকে উচ্ছেদ করা হবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ