ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রায়গঞ্জে নিউট্রিশিয়াস এগ্রিফিউচার বাংলাদেশ ( নাফ বিডি) লিমিটেড এর আয়োজনে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০১-০৭ ১৭:২৯:০৯
রায়গঞ্জে নিউট্রিশিয়াস এগ্রিফিউচার বাংলাদেশ ( নাফ বিডি) লিমিটেড এর আয়োজনে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে নিউট্রিশিয়াস এগ্রিফিউচার বাংলাদেশ ( নাফ বিডি) লিমিটেড এর আয়োজনে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত


 
 
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
 
সিরাজগঞ্জের রায়গঞ্জের কৃষি অফিস হলরুমে নিউট্রিশিয়াস এগ্রিফিউচার বাংলাদেশ (নাফ বিডি) লিমিটেট এর আয়োজনে ভেলু চেইন আ্যাক্টরদের নিয়ে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ ই জানুয়ারী ২০২৫ মঙ্গলবার সকাল ১০ টায় এ অনুষ্ঠানটি শুরু হয়ে বেলা ১টায় শেষ হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঃ জা মু আহসান শহীদ সরকার, উপ পরিচালক, ডিএই সিরাজগঞ্জ। সভাপতির আসনে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রউফ, উপজেলা কৃষি অফিসার রায়গঞ্জ। জনাব সালেহ মোঃ শিহাব উদ্দিন, বিজনেস কনসালটেন্ট। আরও উপস্থিত ছিলেন মোঃ জাকিউল হাসান ডিভিশনাল কোঅর্ডিনেটর। মোঃ হুমায়ুন কবির, সত্তাধীকারি - জান্নাত এন্টারপ্রাইজ, মোঃ মাহবুব হোসেন, উপসহকারী, রায়গঞ্জ উপজেলা কৃষি অফিস।

এসময়  জিংক ধানের ভাত খেলে, (পুষ্টি মেধা উভয় মেলে) শ্লোগানকে উদ্দেশ্য করে জিংক ধানের পুষ্টিগুন ও চাষাবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং উপস্থিত কৃষকদের জিংক ধানের চাষাবাদে উৎসাহিত করেন। উক্ত অনুষ্ঠানে পঁচিশ জন কৃষক উপস্থিত ছিলেন। অন্য দিকে উপস্থিত কৃষকগণ জিংক ধানের পুষ্টিগুন সম্পর্কে জানতে পেরে অনেক খুশি এবং এই ধান এখন থেকে নিয়মিত চাষাবাদ করবেন বলে জানান তারা। এদিকে উক্ত জিংক ধানের চাষাবাদে উৎপাদন, বাজারজাত করন, পুষ্টিগুন, বীজ প্রাপ্তি সহ সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন উপস্থিত অতিথি বৃন্দ।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ