দস্যুতার মামলার পলাতক আসামি ইমরানকে গ্রেফতার করেছে র্যাব।
দস্যুতার মামলার পলাতক আসামি ইমরানকে গ্রেফতার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক
বরিশাল জেলার বানারীপাড়া এলাকায় চাঞ্চল্যকর দস্যুতার মামলার পলাতক আসামি ইমরান’কে রাজধানীর লালবাগ এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
গত ১০ই জুন ২০২৪ তারিখ রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় বরিশাল জেলার বানারীপাড়া থানাধীন মরিচবুনিয়া এলাকায় বসবাসকারী আয়না মতি হালদার (৫৬), স্বামী-মৃত মনোরঞ্জন হালদার, সাং-মরিচবুনিয়া, থানা-বানারীপাড়া, জেলা-বরিশাল এর বাড়িতে অজ্ঞাতনামা ০৪ জন দুষ্কিৃতিকারী দস্যুতার উদ্দেশ্যে প্রবেশ করে। দস্যুতার জন্য তাদের প্রত্যকের হাতে থাকা চাপাতি, লোহার রড, দা ইত্যাদি সহকারে ভিকটিম আয়না মতি হালদারের বসত ঘরে প্রবেশ করে।
অতঃপর ভিকটিম আয়না মতি হালদার, তার মেয়ে ও নাতনীকে অস্ত্রের মূখে জিম্মি করে এলোপাথারী মারধর করে। এরপর দুষ্কিৃতিকারীরা তাদেরকে হত্যার হুমকি দিয়ে ঘরে থাকা কাপড় দিয়ে তাদের হাত,পা,নাক,মুখ,চোখ বেধে ফেলে।
পরবর্তীতে আসামিরা ৬.৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার যার আনুমানিক মূল্য ৬,৮৫,০০০/- ( ছয় লক্ষ পঁচাশি হাজার) টাকা এবং নগদ ১,৭০,০০০/- (এক লক্ষ সত্তর হাজার) টাকাসহ সর্ব মোট ৮,৫৫,০০০/- (আট লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা লুন্ঠণ করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম আয়না মতি হালদারের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে এবং ভিকটিম ও তার মেয়ের শারীরিক অবস্থা খারাপ দেখে স্থানীয় লোকজন তাদেরকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অতঃপর ভিকটিম আয়না মতি হালদার বাদী হয়ে বরিশাল জেলার বানারীপাড়া থানায় অজ্ঞাতনামা ০৪ জনের বিরুদ্ধে একটি দস্যুতার মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮, তারিখ- ১০/ ০৬/২০২৪ ইং, ধারা-৩৯৪ পেনাল কোড, ১৮৬০।
উক্ত দস্যুতার ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উল্লেখিত দস্যুতার মামলার বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামীদের দ্রুত গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ০৬/০১/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৫:১০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়ান্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত এলাকা হতে দস্যুতার আসামী ইমরান শেখ (৩০), পিতা-মোঃ শামসুল হক শেখ, সাং-দক্ষিণ সোহাগদল, থানা-নেছারাবাদ, জেলা-পিরোজপুরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স