ভালুকা প্রতিনিধিঃ- টাঙ্গাইলের সখিপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদারের বিরুদ্ধে সরকারী সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে।
জানা যায়, আবু বকর তালুকদার এর স্ত্রী ভালুকা কৃষি অফিসে কর্মরত আছেন। তার স্ত্রী ভালুকায় যোগদানের পর ভালুকার ওয়াহেদ টাওয়ারে বাসা ভাড়া নিয়ে তারা বসবাস করছেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ আবু বকর তালুকদার প্রতিদিন সকালে সরকারী গাড়ি দিয়ে অফিসে যান আবার অফিস শেষে তিনি সেই সরকারী গাড়ি ব্যবহার করে ভালুকা তার বাস ভবনে আসেন।
৬ জানুয়ারী রাতে সখিপুর পিডিবির নির্বাহী প্রকৌশলীর গাড়ি ব্যবহার করে তিনি ভালুকা বাসস্ট্যান্ডে আসেন। তখন তার সাথে তার স্ত্রী সন্তান কেও দেখা যায়। পরে সরকারী গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি ঔধত্যপূর্ণ আচরন করেন৷
এসময় তার ড্রাইবার তাকে সখিপুর থেকে এসে ভালুকা নামিয়ে দিয়ে যাওয়ার কথা স্বীকার করেন ৷ এসময় তিনি সাংবাদিকদের কথা ভিডিও করতে থাকেন৷ পরে তিনি দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করলে ভালুকার সাংবাদিকরা তার পিছু নেয়। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত ভালুকার জাতীয় গ্রিডে চলে যান। পিছনে গিয়ে সাংবাদিকেরা জাতীয় গ্রিডের নিরাপত্তা রক্ষিদের কাছে জানতে চান যে সখিপুরের নির্বাহী প্রকৌশলী সারাদিনে কখনো এখানে এসেছিলেন কি না? তখন তারা বলেন, সখিপুরের নির্বাহী প্রকৌশলী সারাদিন আসেনি, এখন একটি গাড়ি ঢুকেছে এই গাড়িতে তিনি আছেন কিনা জানানেই।
কিছুক্ষন পর তিনি বাইরে এসে সাংবাদিকদের ডেকে নিয়ে গ্রিডের কাজে এসেছেন বলে জানান এবং কথাবার্তা ভিডিও করতে থাকেন। পরে তিনি সাংবাদিকদের দেখা নিবার হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শি সাংবাদিকরা।