ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন ও বিভিন্ন মাদকদ্রব্যসহ শীর্ষ মাদক কারবারী লিটনসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন ও বিভিন্ন মাদকদ্রব্যসহ শীর্ষ মাদক কারবারী লিটনসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক
র্যাব-২ কর্তৃক মাদক বিরোধী বিশেষ পৃথক অভিযানে রাজধানী ঢাকার বিভিন্ন স্থান হতে ১১৮ (একশত আঠারো) বোতল ফেন্সিডিল ও বিভিন্ন মাদকদ্রব্যসহ (ইয়াবা এবং হেরোইন) শীর্ষ মাদক কারবারী আরিফ রহমান লিটন@ টাওয়ার লিটনসহ সর্বমোট ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। “বাংলাদেশ আমার অহংকার” এই ¯েøাগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
র্যাব-২, সিপিসি-১ কর্তৃক রাজধানীর হাতিরঝিল থানা এলাকা হতে ১১৮ (একশত আঠারো) বোতল ফেন্সিডিলসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী ১। মোঃ ইমরান হোসেন (২৩), পিতা-মোঃ বিল্লাল হোসেন, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা ও ২। মোছাঃ মাহফুজা খাতুন (২২), পিতা-শাহ্ধসঢ়;জাহান হোসেন, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ ও সিপিসি-৩ কর্তৃক হাজারীবাগ থানা এলাকা হতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ জাকারিয়া (৩৭), পিতা-মৃত হযরত আলী, থানা-হোমনা, জেলা- কুমিল্লা এবং সিপিএসসি কর্তৃক রায়েরবাজার এলাকা হতে ১২২ (একশত বাইশ) গ্রাম হেরোইন ও ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক কারবারী ১। মোঃ আরিফ রহমান লিটন@ টাওয়ার লিটন (৩৬), পিতা- আব্দুল হালিম, থানা-চন্দ্রগঞ্জ, জেলা- লক্ষীপুর’দের গত ০৬/০১/২০২৫ ইং তারিখে সন্ধার সময় গ্রেফতার করেছে র্যাব-২।
গত ০৬ জানুয়ারি ২০২৫ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে যে, রাজধানীর বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ করে বিক্রয়ের উদ্দ্যেশে অবস্থান করছে একদল মাদক ব্যবসায়ী। উক্ত মাদকদ্রব্য উদ্ধারে রাজধানীর বিভিন্ন এলাকায় র্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, র্যাব-২ এর আভিযানিক দল রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক কারবারী আরিফ রহমান লিটন@ টাওয়ার লিটনসহ সর্বমোট ০৪ (চার) জন মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার করে।
আটককৃত আসামিরা জানায় যে, রাজধানীসহ আশেপাশের জেলায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় অভিনব পন্থায় নিত্য নতুন কৌশল অবলম্বন করে সীমান্তবর্তী জেলা হতে স্বল্পমূল্যে মাদক ক্রয় করে রাজধানীসহ আশপাশের জেলায় বেশী দামে মাদক বিক্রয় করে থাকে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স