নিজস্ব প্রতিবেদক
র্যাব-১৩ এর অভিযানে রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকা হতে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
'বাংলাদেশ আমার অহংকার'-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল কর্তৃক রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ১৪ নং দুর্গাপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডস্থ শঠীবাড়ী বাজারস্থ মেঘনা ব্যাংক এর সামনে রংপুর হতে ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে আসামীর দেহ তল্লাশি করে প্যাকেটে মোড়ানো ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবেলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী, ১। মোঃ সাইফুল ইসলাম @ খোকন (৩০), পিতা- মোঃ ইকবাল হোসেন, সাং-শুভপুর, থান-কোতয়ালী, জেলা-কুমিল্লা এবং ২। মোঃ নাজমুল ইসলাম (৩২), পিতা-মোঃ আব্দুল মান্নান, সাং-বাগদুয়া রসুলপুর, থানা-পীরগঞ্জ ও জেলা- রংপুরদ্বয়’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী কার্যক্রমের জন্য আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।